Lifestyle

Covid Vaccination: ২১৭টি করোনার ভ্যাকসিন নিয়েও সুস্থ ব্যক্তি, কীভাবে? জানালেন ডাক্তাররা

Covid Vaccination: ২০২০ সালের করোনা মহামারি বিশ্বব্যাপী ঘুম কেড়ে নিয়েছিল সকল মানুষের।

Google News

Covid Vaccination: ২০২০ সালের করোনা মহামারি বিশ্বব্যাপী ঘুম কেড়ে নিয়েছিল সকল মানুষের। মহামারীর হাত থেকে রক্ষা পেতে একমাত্র রক্ষাকবচ ছিল টিকা। সেই সময় করোনার টিকা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল বিভিন্ন দেশের তরফে। সম্প্রতি করুনার ভ্যাকসিন সম্পর্কিত একটি তথ্য অবাক করেছে বিজ্ঞানীদের। জার্মানির ম্যাগডেবার্গে শহরে বসবাসকারী ৬২ বছর বয়সী এক বৃদ্ধ দাবি করেছেন, যে তিনি মোট ১৭ বার কোভিডের ভ্যাকসিন নিয়েছেন। বৃদ্ধের এহেন দাবির পর চমকিত হয়েছেন সকলেই। এরপরই গবেষকরা ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা চালিয়েছেন। এতবার টিকা নেওয়ার পরে ওই ব্যক্তি শরীরে ঠিকই প্রভাব পড়েছে সেই নিয়েই চলছে গবেষণা।

আরও পড়ুন: Dry Ice: বরফ খেয়ে শুরু রক্ত বমি, জেনে নিন কোন বরফ খেলে এমন বিষক্রিয়া হতে পারে

প্রথমে সংবাদমাধ্যমের কাছে নিজের টিকা নেওয়ার কথা জানিয়েছিলেন ওই বৃদ্ধ। বৃদ্ধের এহেন দাবি শুনে মিউনিখ ও ভিয়েনার চিকিৎসকেরা তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁর কিছু শারীরিক পরীক্ষা করার অনুমতি চান এবং ওই ব্যক্তি তাতে খুবই আগ্রহী ছিলেন। ইনস্টিটিউট অফ মাইক্রোবায়োলজি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি অ্যান্ড হাইজিন-এর ডঃ কিলিয়ান স্কুবার বলেছেন, “আমরা সংবাদপত্রের মাধ্যমে ওই ব্যক্তির কেস সম্পর্কে জানতে পেরেছি। তারপরে আমরা তার সাথে যোগাযোগ করি, বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়। পরীক্ষার পর আমরা জানতে পারি ওই ব্যক্তি ৯ মাসের ব্যবধানে আটটি ভিন্ন ধরনের ১৩৪টি কোভিড টিকা নিয়েছেন। মোট ২৯ মাসের ব্যবধানে ওই ব্যক্তি ২১৭ বার কোভিড টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত ওই ব্যক্তির শরীরে টিকার কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি”।

আরও পড়ুন: Cold Drinks For Health: বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, সাবধান! এসবই ক্ষতিকর

কিছু গবেষণায় দাবি করা হয় থাকে যে, হাইপার ভ্যাকসিনেশন অর্থাৎ কোনও রোগের বিরুদ্ধে একাধিক টিকাকরণ রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে তোলে। এর ফলে শরীরের অ্যান্টিজেনগুলি ভাইরাসের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়, যার কারণে টিকা কার্যকারিতা কমে যায় বা হারিয়ে যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ইতিমধ্যেই ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের একাধিক অ্যান্টিবডি তৈরি হয়েছে। কিন্তু এরপরেও ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কোনও প্রমাণ মেলেনি।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?