News

HS Scrutiny: মাত্র ৭ দিনের মধ্যেই মিলবে স্ক্রুটিনি এবং রিভিউয়ের রেজাল্ট, কীভাবে করবে আবেদন? দেখে নাও

HS Scrutiny: উচ্চমাধ্যমিক প্রার্থীদের জন্য আরো একটি আপডেট রয়েছে।

Google News

HS Scrutiny: উচ্চমাধ্যমিক প্রার্থীদের জন্য আরো একটি আপডেট রয়েছে। ইতিমধ্যে জানা গিয়েছে, ৮ই মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে। এরপর ১০ই মে থেকে পরীক্ষার খাতা স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে অনেক সময় দেখা যায় স্ক্রুটিনি এবং রিভিউয়ের খাতা আসতে অনেক দেরি হয়ে। এইক্ষেত্রে চলতি বছর থেকে স্ক্রুটিনি এবং রিভিউয়ে দ্রুত ফলাফলের জন্য নয়া নিয়ম শুরু করা হচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে (HS Scrutiny)।

HS Scrutiny

এর দ্বারা মাত্র ৭ দিনের মধ্যে শিক্ষার্থীরা স্ক্রুটিনি বা রিভিউয়ের ফলাফল জানতে পারবেন। তবে সাধারণ স্ক্রুটিনি বা রিভিউতে যত টাকা প্রয়োজন হয় তার তিনগুণ টাকা খরচ হবে এই পরিষেবার জন্য। তবে সাত দিনের মধ্যে ফলাফল না আসলে প্রার্থীদের অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। অর্থাৎ পর্ষদের নিয়মানুসারে পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে সংশোধিত মার্কশিট পরীক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। আর ফলাফল প্রকাশ হতে সাত দিনের বেশি বিলম্ব হলে পরীক্ষার্থীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে (HS Scrutiny)।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করে থাকেন। প্রায় প্রতি বছরই স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল আসতে সময় লেগে যায় গত বছরও প্রায় ৪৫ দিন অর্থাৎ দেড় মাস সময় লেগেছিল। সংশোধিত রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ায় অনেক পরীক্ষার্থীই ভালো কলেজে বা কোর্সগুলিতে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হয়েছিল। কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্যই চলতি বছরের পর্ষদের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে (HS Scrutiny)।

জেনে নিন, স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য কত টাকা লাগবে?

১০ মে দুপুর দুটো থেকে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করতে পারবে ইচ্ছুক পরীক্ষার্থীরা আবেদনের শেষ তারিখ ১৩ই মে মধ্যরাত পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, অফিসিয়ালি পর্ষদের তরফে স্ক্রুটিনির জন্য বিষয় পিছু ১৫০ টাকা এবং রিভিউ-এর জন্য বিষয় পিছু ২০০ টাকা ধার্য করা ছিল তবে বর্তমান তৎকালীন পরিষেবা দরুন তা বেড়ে ৬০০ টাকা ও ৮০০ টাকা হয়েছে।

পর্ষদকে এই নির্ধারিত ফি নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি তাদের এই নির্ধারিত ফি নিয়ে সমালোচনা করেছেন। তাঁদের মতে, তৎকালীন পরিষেবার নামে অতিরিক্ত অর্থ ধার্য করা সত্যিই বেমানান। এটি পরীক্ষার্থীদের অভিভাবকের উপর অনাকাঙ্ক্ষিত আর্থিক চাপ সৃষ্টি করা ব্যতীত অন্য কিছু নয়। অন্তত সরকারি ব্যবস্থাপনায় এতটা ফি বৃদ্ধি আশা করা কখনোই যায় না।

জেনে নিন, কীভাবে দ্রুত সংশোধিত নম্বর জানা সম্ভব?

চলতি বছরে উচ্চমাধ্যমিকের নম্বর অনলাইনে ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে। আর ঠিক এই কারণেই তৎকাল পরিষেবা আরও সহজতর হয়েছে। এর ফলে কোনো পরীক্ষার্থী তৎকাল পরিষেবায় স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করার সঙ্গে সঙ্গে মেসেজ সংশ্লিষ্ট পরীক্ষার্থীর খাতা জমা থাকা প্রধান পরীক্ষকের নিকট চলে যাবে। তারপর তিনি তার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সংসদের পোর্টালে লগইন করে উত্তর পত্র রিভিউ ও স্ক্রুটিনি করে সংশোধিত নম্বর অনলাইন মাধ্যমেই পাঠিয়ে দেবেন পর্ষদের কাছে। এর কারণে পর্ষদ তা সহজে জানতে পেরে নয়া রেজাল্ট প্রিন্ট আউট করে পরীক্ষার্থীর আঞ্চলিক দপ্তরে দ্রুত পাঠিয়ে দেবে (HS Scrutiny)

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button