News

Army School Recruitment: শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই কর্মী নিয়োগ, স্নাতক পাসেই আবেদন! দেখুন পদ্ধতি!

Army School Recruitment: অনেকেই থাকেন যাদের স্বপ্ন, স্কুলের শিক্ষকতা করা। স্কুলে চাকরি করে নতুন প্রজন্মদের শিক্ষার আলোয় আলোকিত করা অনেকেরই অন্যতম প্রিয় পেশা।

Google News

Army School Recruitment: অনেকেই থাকেন যাদের স্বপ্ন, স্কুলের শিক্ষকতা করা। স্কুলে চাকরি করে নতুন প্রজন্মদের শিক্ষার আলোয় আলোকিত করা অনেকেরই অন্যতম প্রিয় পেশা। যারা স্কুলে শিক্ষকতার চাকরি করতে চান এবার তাদের জন্যই এসেছে সুখবর। বহু পরীক্ষার্থী এখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন সম্প্রতি তাদের জন্য দারুন সুযোগ উপস্থিত হয়েছে।

Army School Recruitment:

শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই রাজ্যে চাকরির প্রার্থীরা শিক্ষকতার চাকরি পেতে পারেন। সম্প্রতি চাকরি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে বর্তমানে আর্মি পাবলিক স্কুলে (Army Public school) শিক্ষক নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে Army Public school, Bengdubi থেকে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

যারা এই পদে আবেদন করতে আগ্রহী তারা এই বিষয়ে বিশদে জেনে নিন। জেনে নিন এই পদে আবেদন করতে যোগ্যতার মানদন্ড, বয়স সীমা, আবেদন প্রক্রিয়ায় ইত্যাদি।

Army School Recruitment: কী কী পদে আবেদন জানাতে পারবেন?

পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন (Army School Recruitment)।
পদের নাম- Teaching Stuff
Subject – PGT- Physical Education,
Applied Math
TGT- Hindi, English, Math, Social Science, Art & Craft.

আবেদন করার জন্য বয়সসীমা কত?

উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। 40 বছরের মধ্যে সকল যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এই পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী?

উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোন পদে ব্যাচেলর ডিগ্রি, কোনো পদে স্নাতক ডিগ্রি থাকতে হবে আবার কোন পদে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে শিক্ষাগত যোগ্যতা দেখে নিন (Army School Recruitment)।

পদগুলিতে আবেদন করার প্রক্রিয়া কী?

এই সমস্ত পদে আবেদন করতে হবে অফলাইনে। প্রার্থীরা চাইলে নিজে থেকে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদন ফর্ম সহ ডকুমেন্টস পাঠাতে হবে (Army School Recruitment)। ‌

বেতন কাঠামো –

নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে কর্মরত চাকরিপ্রার্থীদের স্কুলের নিয়ম অনুযায়ী।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ – 5th May 2024.

এই সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন (Army School Recruitment)।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button