Entertainment

Dona Ganguly: মঞ্চে প্রথমবার ‘পুরুষ’ রূপী ডোনা! আপনাকে মুগ্ধ করবে সৌরভ পত্নীর এই নাচ ও

Dona Ganguly: তিনি সৌরভ ঘরণী তারথেকেও বড়ো পরিচয় তিনি নৃত্যশিল্পী। তার নাচের ছন্দে প্রাণ ফিরে বাঙালি। যদিও শিল্পের প্রতি বাঙালির ঝোঁক নতুন নয়।

Google News

Dona Ganguly: তিনি সৌরভ ঘরণী তারথেকেও বড়ো পরিচয় তিনি নৃত্যশিল্পী। তার নাচের ছন্দে প্রাণ ফিরে বাঙালি। যদিও শিল্পের প্রতি বাঙালির ঝোঁক নতুন নয়। বাংলা থেকেই বহু প্রতিভা বিশ্বে ছড়িয়েছে। আর নৃত্যশিল্পের অন্যতম নাম ডোনা গাঙ্গুলি। আর এবার তিনিই বাঙালির মন জয় করে নিলেন আরো একবার। নয়া অবতারে, নয়া বেশে মন কাড়লো তার ভূষণ তার নাচের প্রতিটি মুদ্রা।

ডোনা গঙ্গোপাধ্যায়, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওডিসি নৃত্যশিল্পী। ধ্রুপদী নৃত্যের জগতে অন্যতম পরিচিত নাম ডোনা গঙ্গোপাধ্যায়। পৃথিবীর নানান প্রান্তে নিজের প্রতিভা তুলে ধরেন তিনি। তবে এবার শহরের বুকে তিনি ধরা দিলেন অন্যরূপে, মঞ্চে পা দিতেই নজর করলেন সকলের। পারফরমেন্সের শেষ পর্যন্ত চোখের পাতা ফেলতে দিলেন না দর্শকদের।

কিছুদিন আগেই ‘তাসের দেশ’ মঞ্চে উপস্থাপন করেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তার নাচের দল দীক্ষামঞ্জরী। এই নৃত্যনাট্যে মূল চমক ছিল তার বেশভূষা। প্রথমবারের জন্য পুরুষ বেশে মঞ্চে দেখা মিলেছিল তার। আসলে এই দিন রাজপুত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন ডোনা গাঙ্গুলী। এদিন তার পারফরম্যান্স এতটাই দুর্দান্ত ছিল যে মন্ত্রমুগ্ধের মতো দর্শকরা কেবল চেয়ে ছিলেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

কেবল তিনি নন এদিন তার গোটা টিম অনবদ্য অভিনয় নাচে মন ভরিয়ে দিয়েছিলেন। মঞ্চে ডোনার পাশে সওদাগর পুত্রের ভূমিকায় দেখা গিয়েছিল রঘুনাথ দাসকে। অনুষ্ঠানের সংগীতের দায়িত্ব সামলেছিলেন আনন্দ গুপ্ত। মহড়া সময়ে অনুষ্ঠানের গোটা ব্যবস্থা খুটিয়ে দেখেছেন। তার তার ফলই এমন অনবদ্য পারফরম্যান্স। একদিকে গুণী ছাত্রছাত্রী অপরদিকে কড়া শিক্ষিকা; যৌথ চেষ্টা, পরিশ্রম ছবির মতোই ফুটে উঠেছিল এদিন।

প্রসঙ্গত এর আগে রবীন্দ্রনাথের ‘মায়ার খেলা’ তথা রবি ঠাকুরের মৃত্যু চেতনার গান নিয়ে ‘মৃত্যু আঘাত লাগে প্রাণে’ পরিবেশিত হয়েছিল। এর মূল উদ্যোগে ছিল ডোনা গাঙ্গুলির দীক্ষামঞ্জরী ও দক্ষিণায়ন ইউকে। এই অনুষ্ঠানও দারুন সাড়া ফেলেছিল। এরপরই চলতি বছর আরো এক উপহার দিলেন ডোনা। ২১ এবং ২২ জানুয়ারি জিডি বিড়লা সভা কর ও রবীন্দ্র সদনে এই ‘তাসের দেশ’ মঞ্চস্থ হয়েছিল। এখন এইরকমই আরো এক অনবদ্য উপস্থাপনা দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button