News

Madhymik Result Online 2024: মাধ্যমিক রেজাল্ট ২০২৪ দেখার ওয়েবসাইটগুলি কী কী?

Madhymik Result Online 2024: দিন যতো এগোচ্ছে ততই পড়ুয়াদের মনে ধুকপুকানি বাড়ছে। হবেই না বা কেন! জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল যে প্রকাশ হতে চলেছে।

Google News

Madhymik Result Online 2024: দিন যতো এগোচ্ছে ততই পড়ুয়াদের মনে ধুকপুকানি বাড়ছে। হবেই না বা কেন! জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল যে প্রকাশ হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসানের পর এবার ফলাফলের পালা। চলতি বছর ২মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বৃহস্পতিবার সকাল আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কিছুক্ষণ পর অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

ইতিমধ্যে ফলাফল প্রকাশের পর অনলাইনে দেখার জন্য পর্ষদ কিছু অফিশিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। ফলপ্রকাশের দিন যাতে হয়রান না হতে হয় তাই আগেই দেখে নিন ওয়েবসাইটগুলি।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

Madhymik Result Online 2024: কীভাবে অনলাইনে রেজাল্ট দেখবেন পড়ুয়ারা?

ইন্টারনেট ট্রাফিক এর কারণে কিছু কিছু ওয়েবসাইট স্লো কাজ করে তাই একাধিক ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হবে। এর সাথে থাকছে মোবাইল অ্যাপের ব্যবস্থা। আগে থেকে দেখে রাখুন অফিসিয়াল সেরা রেজাল্ট এর সাইট।

Madhymik Result Online 2024: মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলি কী কী?

Official website – wbresults.nic.in

সুপার ফাস্ট রেজাল্ট দেখতে এই ওয়েবসাইটে যেতে পারেন- www.result.shiksha

এছাড়াও রয়েছে
www.indiaresult.com
www.fastresult.in

যাদের ইন্টারনেট কানেকশন নেই তারা কি করবেন?

তারা SMS এর মাধ্যমেও ফলাফল দেখতে পারবেন। এরজন্য 5676750 নম্বরে প্রথমে WB লিখে তারপর রোল নম্বর দিয়ে SMS পাঠাতে হবে। এর কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট স্ক্রিনে ভেসে আসবে।

মাধ্যমিক রেজাল্ট কখন দেখতে পাবেন পড়ুয়ারা?

সকাল ন’টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হবে।

সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটে আপনি অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পাবেন।

রেজাল্ট দেখার গুরুত্বপূর্ণ নির্দেশিকা-

ইন্টারনেট কানেকশন অবশ্যই ভালো রাখুন।

বিকল্প ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ব্যবহার করার চেষ্টা করুন।

আপনার অ্যডমিট, রোল নাম্বার এগুলি হাতের কাছে রাখার চেষ্টা করুন।

Madhymik Result Online 2024: কবে রেজাল্ট হাতে পাবেন পড়ুয়ারা?

২ মে অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটায় স্কুলগুলি মার্কশিট পাবে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে। ফলে বৃহস্পতিবার দুপুর থেকে স্কুলগুলি থেকে ছাত্র-ছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষার মার্কশিট হাতে পেতে পারবে।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button