Informative

LPG Gas Price: একলাফে অনেকটা দাম কমল গ্যাসের! দেখুন নতুন দাম!

LPG Gas Price: লোকসভা ভোটের আবহে মে মাসের শুরুতেই বেশ খানিকটা দাম কমল গ্যাস সিলিন্ডাররের। তবে জানা গিয়েছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে।

Google News

LPG Gas Price: লোকসভা ভোটের আবহে মে মাসের শুরুতেই বেশ খানিকটা দাম কমল গ্যাস সিলিন্ডাররের। তবে জানা গিয়েছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে চলতি মাসে গার্হস্থ গ্যাস সিলিন্ডারের দামে কোনও রকম পরিবর্তন আসেনি। দিল্লি মুম্বই সহ মেট্রো শহরগুলিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৯-২০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।

আরও পড়ুন: HS Scrutiny: মাত্র ৭ দিনের মধ্যেই মিলবে স্ক্রুটিনি এবং রিভিউয়ের রেজাল্ট, কীভাবে করবে আবেদন? দেখে নাও

মে মাসের এক তারিখ থেকে এই নতুন দাম প্রযোজ্য হয়েছে। দেশের অন্যতম তেল বিক্রয়কারী সংস্থা ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা। আগে যে গ্যাস সিলিন্ডার ১৭৬৪ টাকায় বিক্রি হতো পয়লা মে থেকে নতুন দাম হয়েছে ১৭৪৫.৫০ পয়সা। মুম্বইতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমে গিয়ে হয়েছে ১৬৯৮.৫০ টাকা। অন্যদিকে চেন্নাইতেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা কমে গিয়ে নতুন দাম হয়েছে ১৯১১ টাকা (LPG Gas Price)।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

জেনে নিন, কলকাতা শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কত হয়েছে?

এতদিন পর্যন্ত কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ১৮৭৯ টাকায় বিক্রি হত। মে মাসের শুরুতে সেই দাম কমে হয়েছে ১৮৫৯ টাকা।

বাণিজ্যিক সিলিন্ডারের ব্যবহার:

মূলত ১৯ কেজির এই গ্যাস সিলিন্ডারগুলি হোটেল বা রেস্টুরেন্টে ব্যবহার করা হয়ে থাকে।

উল্লেখ্য, মে মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনোরূপ পরিবর্তন হয়নি। মার্চ মাসে নারী দিবস উপলক্ষে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত একই দামই বহাল রয়েছে (LPG Gas Price)।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button