Informative

New Recruitment: রাজ্যে নাকি ১ লক্ষ কর্মী নিয়োগ করা হবে? জানুন সঠিক তথ্য

New Recruitment: নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।

Google News

New Recruitment: নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে প্রায় ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল হয়েছে। এক ধাক্কায় এতজনের চাকরি বাতিল হওয়ায় একপ্রকার হাহাকার নেমে এসেছে বাংলার বুকে। তবে এর মাঝে খুশির খবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মূলত বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এসএসসি কান্ডে দুর্নীতির অভিযোগ জানানো হয়েছে। কলকাতার হাইকোর্টের রায়তে লোকসভা ভোটের মাঝেই চরম অসস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। যদিও বহু শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে রাজ্যের শাসক দল। এরপরও বারবার সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। লোকসভা ভোটে এর প্রভাব যে গুরুতর হতে চলেছে তা বলাই বাহুল্য। এখানে পরিস্থিতিতে ভোট প্রচারে গিয়ে রাজ্যে সরকারি কর্মী নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

New Recruitment

ভরা সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতর মিলিয়ে ১০ লক্ষ চাকরি তৈরি আছে। তবে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া এখনই শুরু করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর মুখে ১০ লক্ষ চাকরির ঘোষণা শুনে প্রায় সাড়া পড়ে গিয়েছে চারদিকে। চাকরিপ্রার্থীদের অনেকেই মুখ্যমন্ত্রীর এই কথায় আশাবাদী হয়েছেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

যদিও মমতার এই ঘোষণাকে বিরোধী দলগুলি কটাক্ষ করতে ছাড়েনি। তাঁরা রাজ্যের কোষাগারের অবস্থা তুলে ধরে প্রশ্ন করেছেন যে এত বিপুল সংখ্যক কর্মীর বেতনের টাকা কোথা থেকে আসবে! অপরদিকে রাজ্যের প্রাক্তন শাসক গোষ্ঠী সিপিএমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছে, এই ১০ লক্ষ কর্মী নিয়োগ রাজ্য সরকারের কোনো স্থায়ী পদে হবে নাকি সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ইত্যাদির মত কয়েকটি ‘লাড্ডু’ ঝুলিয়ে দিয়ে বলা হবে সকলকে চাকরি দেওয়া হয়েছে?

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button