Informative

Aikyashree Scholarship 2024: পড়ুয়ারা পাবেন ১৬,০০০ টাকা, এইভাবে করুন আবেদন

Aikyashree Scholarship 2024: দেশের একটা বড় অংশ আজও শিক্ষা সম্পূর্ণ করতে পারে না কেবলমাত্র অর্থনৈতিক অবলম্বন থাকে না বলে।

Google News

Aikyashree Scholarship 2024: দেশের একটা বড় অংশ আজও শিক্ষা সম্পূর্ণ করতে পারে না কেবলমাত্র অর্থনৈতিক অবলম্বন থাকে না বলে। কিন্তু প্রত্যেকটা ছাত্র-ছাত্রী যাতে বিনা বাধায় তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এবার তাদের কথা ভেবেই এক বড়সড়ো সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিয়ে আনা হয়ে নতুন স্কলারশিপ প্রকল্প।

Aikyashree Scholarship 2024: ঐক্যশ্রী প্রকল্পের উদ্দেশ্য কী?

ছাত্র-ছাত্রী শিক্ষার অধিকার সুরক্ষিত করতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে ‘ঐক্যশ্রী প্রকল্প’। আর্থিক প্রতিবন্ধকতা যাতে পথের অন্তরায় না হয়ে দাঁড়ায় তা সুনিশ্চিত করতেই সম্প্রতি সরকারের তরফে আনা হয়েছে ঐক্যশ্রী প্রকল্প’।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

Aikyashree Scholarship 2024: কারা এই সুযোগ পাবেন?

চলতি বছর ফেব্রুয়ারি মাসেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। খুব শীঘ্রই সামনে আসতে চলেছে মাধ্যমিকের ফল। এমন অবস্থায় অনেক পরিবারেই পড়েছে কপালে চিন্তার ভাঁজ। মাধ্যমিকের পর কিভাবে পড়াশোনার খরচ যোগাবেন তা নিয়ে চিন্তিত অনেকেই। এই চিন্তার এবার অবসান ঘটিয়েছেন রাজ্য সরকার।
রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তর অভাবী ছাত্র-ছাত্রীদের মেধার বিচারে দিয়ে থাকে ঐক্যশ্রী নামক এই মেধাবৃত্তি। প্রথম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক ও তার পরবর্তী পড়াশোনার জন্য দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপ।

ছাত্রছাত্রীরা স্কলারশিপে কত টাকা পাবেন?

মাধ্যমিকের পর ক্লাস XI ও XII এর জন্য ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এই স্কলারশিপ এর জন্য। এখানে যারা বাড়িতে থেকে পড়াশোনা করছেন এবং যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন তারা সকলেই পেয়ে যাবেন এর সুবিধা। এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা প্রায় ৭ হাজার টাকা থেকে শুরু করে ১৬ হাজার টাকা পেয়ে যাবেন।

কিভাবে আবেদন জানাবেন -প্রথমে ঐক্যশ্রীর অফিশিয়াল ওয়েবসাইট WBMDFC পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এরপর আবেদনকারীকে নিজের জেলা সিলেক্ট করে প্রদত্ত ফর্মে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নাম্বার ইত্যাদি যথাযথভাবে পূরণ করে Submit & Proceed অপশনে ক্লিক করতে হবে।

Aikyashree Scholarship 2024: এই স্কলারশিপের জন্য আবেদন করতে শর্তগুলি কী?

এতে আবেদন করার জন্য মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

আবেদনে ইচ্ছুক ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

পড়াশোনার জন্য এই রাজ্যেই থাকতে হবে।

ছাত্র-ছাত্রীকে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থাকতে হবে। (মুসলমান/ খ্রিস্টান/ শিখ/ বৌদ্ধ/ পার্শী/ জৈন)

পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button