News

PSC Food SI 2024: Food SI নিয়ে অফিসিয়াল নতুন নোটিশ, সবাই দেখে নিন এখনই!

PSC Food SI 2024: লোকসভা ভোটের মরসুমেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে বড়সড়ো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার।

Google News

PSC Food SI 2024: লোকসভা ভোটের মরসুমেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে বড়সড়ো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এই কান্ডে চাকরি বাতিল হয়েছে ২৫ হাজার জনের। আর এবার কলকাতার হাইকোর্টের চোখ FOOD SI পরীক্ষার ওপর। রাজ্যের FOOD SI এর পরীক্ষা শেষ হয়েছে মার্চেই। এখানেও দুর্নীতি নিয়ে উঠেছে প্রশ্ন, প্রশ্নফাঁসের অভিযোগ এসেছে FOOD SI পরীক্ষা নিয়ে। আর এই অভিযোগ নিয়েই বড়োসড়ো সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।

PSC Food SI 2024: কী হয়েছিল এই পরীক্ষায়?

পাবলিক সার্ভিস কমিশন দ্বারা ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত ১৬ ও ১৭ মার্চ। এই বছর প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিল। ছটি সিফ্টের মাধ্যমে মোট দু’দিন ধরে এই পরীক্ষা নেওয়ার আয়োজন করেছিল কমিশন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

পরীক্ষা চলাকালীন যাকে কোনরকম বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছিল। পরীক্ষাহলে ঢোকার আগেও ছিল যথেষ্ট চেকিং প্রসেস। কিন্তু এত রকম সুরক্ষা পদ্ধতি অবলম্বন করেও এড়ানো গেলোনা সমস্যা, এতকিছুর পরেও প্রশ্ন পত্র লিক হওয়া রোধ করতে অক্ষম হয় কমিশন (PSC Food SI 2024)।

PSC Food SI 2024: কী অভিযোগ উঠে এসেছে পরীক্ষা ঘিরে?

বিভিন্ন পরীক্ষার্থীর তরফ থেকে অভিযোগ আসে যে পরীক্ষা চলাকালীন পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকী পরীক্ষা দিতে বসে পড়ুয়ারা দেখেন বেশ কিছু পরীক্ষার্থী অলরেডি উত্তরপত্র নিয়ে এসেছে। সাথে অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি তুলে প্রশ্ন উত্তর পাচার করছেন (PSC Food SI 2024)।

আর এই কারণেই পরীক্ষার্থীরা দাবি জানিয়েছিল সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করে স্বচ্ছভাবে নতুন পরীক্ষার আয়োজন করার। এমনকি অনেকেই দাবি তোলেন চড়া দামে অনেকে উত্তরপত্র কিনেছেন। এই নিয়ে একাধিক মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টেও।

Food SI 2024: কী পদক্ষেপ নেওয়া হয়েছে হাইকোর্টের তরফে?

সম্প্রতি কলকাতা হাইকোর্ট সমস্ত কিছু বিচার বিবেচনা করে নিজেদের মতামত প্রকাশ করেছে। ইতিমধ্যে এই নিয়ে CID তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সাথে সম্প্রতি FOOD SI পরীক্ষা নিয়েই নতুন নির্দেশ আনা হলো। হাইকোর্টের মতামত অনুযায়ী আগামী দিনে আপাতত Food SI নিজেদের এই রিক্রুটমেন্ট প্রসিডিওর চালিয়ে যেতে পারবে না। এই বিষয়টি কেন্দ্র করে মোট 11 টি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে।

কলকাতা হাইকোর্ট পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেন হাইকোর্টের দেওয়া এই বিচারের পিডিএফ আপলোড করা হয়। সেই কথা মত পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (PSC Food SI 2024)।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button