News

Weather Update Today: গরমের হাত থেকে মিলবে রেহাই, ঝেঁপে বৃষ্টি আসছে এই সময়ে

Weather Update Today: দহন জ্বালায় জ্বলছে গোটা বঙ্গ, নিঃশ্বাস নিতেও যেন আগুনের ছটা। উত্তর থেকে দক্ষিণ পারদের লাফে হাঁসফাস অবস্থা বঙ্গবাসীর।

Google News

Weather Update Today: দহন জ্বালায় জ্বলছে গোটা বঙ্গ, নিঃশ্বাস নিতেও যেন আগুনের ছটা। উত্তর থেকে দক্ষিণ পারদের লাফে হাঁসফাস অবস্থা বঙ্গবাসীর। মে মাসের শুরুতেই রেকর্ড ভাঙা মুখে কলকাতা। চলতি বছর গরমের মৌসুমে এখনো পর্যন্ত কলকাতার পারদ ছুঁয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে এর মাঝেও আশার খবর শোনাচ্ছে হাওয়া অফিস।

Weather Update Today: রেকর্ড তাপমাত্রা এবছরের

পরিসংখ্যান বলছে ১৯৮০ সাল থেকে ২০২৪ পর্যন্ত এটি এপ্রিলের সবচেয়ে বেশি কলকাতার সবচেয়ে বেশি তাপমাত্রা এটি। এপ্রিলের শেষ দিন আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল এই দিনই সবচেয়ে উষ্ণতম দিন। তবে এবার স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। সূত্রে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এখন আর তেমন কোন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। এ কথাও বলেছেন গত কয়েকদিনে পারদ্যিক যতটা ঊর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রার এর চেয়ে খুব বেশি আর বাড়বে না। বরং তাপপ্রবাহের তীব্রতা এবার থেকে কমতে পারে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

Weather Update Today: আসতে চলেছে বৃষ্টি

আজকের পর থেকেই শুকনো গরমের দাপট আস্তে আস্তে কমবে বলেই খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর সূত্রে আলো জানা গিয়েছে, বঙ্গপসাগর থেকে যে দক্ষিনা হাওয়া ইতিমধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে সেই বাতাস আগামী রবিবারের পর থেকে রাজ্যে আরও বৃদ্ধি পাবে। যার জেরে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে।

তবে বৃহস্পতিবার পর্যন্ত সারা রাজ্য জুড়ে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। কলকাতার তাপপ্রবাহে কমলা সর্তকতা এবং দক্ষিণ বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে লাল সর্তকতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবার ও দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই তাপপ্রবাহে কমলা সতর্কতা জারি থাকছে। তবে এরপর শনিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কমবে বলেই খবর।

ইতিমধ্যে গতকাল রাতে সুন্দরবনের ঝড় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুরের কোন কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ। অর্থাৎ কমবে তাপমাত্রা উধাও হবে তাপপ্রবাহ। ৮ মে পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক চালায় এমনটাই সম্ভবনা দেখাচ্ছে আবহাওয়া দপ্তর (Weather Update Today)।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button