News

Madhymik Result & Review: ছাত্র-ছাত্রীরা স্ক্রুটিনি করাবে কীভাবে? দেখে নাও

Madhymik Result & Review: দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজ ২রা মে ২০২৪ তারিখে প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

Google News

Madhymik Result & Review: দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজ ২রা মে ২০২৪ তারিখে প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত করেছে মধ্যশিক্ষা পর্ষদের থেকে। তৈরি করা হয়েছে মেধা তালিকা। ইতিমধ্যে রেজাল্ট দেখে নিতে পেরেছেন বহু পরীক্ষার্থী। কিন্ত যাদের মন মতোন রেজাল্ট এলোনা তারা কি করবেন! চলুন জেনে নিন বিস্তারিত-

Madhymik Result & Review:এবছরের মাধ্যমিকে পাশের হার কতো?

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৯,২৩,০১৩ জন পড়ুয়া। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। পরিসংখ্যান বলছে গতবছরের তুলনায় পাশের হারও বেড়েছে। শতাংশের হিসাবে প্রতি ১০০ জনে উত্তীর্ণ হয়েছে 86.31 জন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

Madhymik Result & Review: প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে কী করবেন পরীক্ষার্থীরা?

এরই মধ্যে অনেক পরীক্ষার্থী আশানুরূপ ফল করেছেন। কিন্তু কিছু পরীক্ষার্থীরা রয়েছেন যাদের ফল আশানুরূপ হয়নি। এই সময় অনেকেই রিভিউয়ের পথে হাটেন। ফলপ্রকাশের পর প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট না থাকলে রিভিউ এবং স্কুটিনি নিয়ে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হওয়া কোনো ছাত্রছাত্রীরা প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়ে যদি নম্বর যাচাই করতে চাই তাহলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে তাকে অনলাইনে আবেদন করতে হয়। একসাথে অকৃতকার্য পড়ুয়ারাও একই প্রক্রিয়ায় খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন।

Madhymik Result & Review: কীভাবে খাতা Review করাবেন?

মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রত্যেক বছর অনলাইনের মাধ্যমে যাতে স্কুটিনির জন্য আবেদন জানাতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া হয়। গত বছরে এইজন্য বিভিন্ন ওয়েবসাইটের ব্যবস্থা করা হয়েছিল যেখানে মাধ্যমিকের স্কুটিনি ও ফলাফল দেখা যেত। এই ওয়েবসাইটগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-

  • www.indiarsults.com
  • www.results.shiksha

প্রসঙ্গত, অনেক সময় দেখা যায় স্কুটিনির ফলাফল আসতে এতটা দেরি হয়ে যায় যে পড়ুয়ারা পছন্দেল কোর্স নিয়ে ভর্তি হতে পারেন না। সেই বিষয়কে মাথায় রেখেই এবারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থা অনুযায়ী মাত্র সাত দিনের মধ্যে নতুন মার্কশিট হাতে পাবেন পড়ুয়ারা। তবে এক্ষেত্রে বেশি টাকা দিতে হবে পড়ুয়াদের। পরিষেবা তাড়াতাড়ি পাওয়ার জন্য স্কুটিনি এবং রিভিউ এর জন্য যথাক্রমে ৬০০ টাকা ও ৮০০ টাকা দিতে হবে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এমন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসলেও মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত রিভিউ সংক্রান্ত কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশে আনা হয়নি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই Review সংক্রান্ত নোটিশ সামনে আনবে মধ্যশিক্ষা পর্ষদ (Madhymik Result & Review)।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button