News

Court Group D Recruitment 2024: জেলা আদালতে বিপুল কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণি পাসে মোটা মাইনে

Court Group D Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। এইবার অষ্টম শ্রেণী পাশেই মিলবে জেলা কোর্টে চাকরির সুযোগ।

Google News

Court Group D Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। এইবার অষ্টম শ্রেণী পাশেই মিলবে জেলা কোর্টে চাকরির সুযোগ। ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে হয়েছে রাজ্য সরকারের তরফে।

Court Group D Recruitment 2024

জানা গিয়েছে, কোর্টের ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজকের প্রতিবেদনে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

পদের বিবরণ:

জেলা আদালতের যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- English Stenographer, Lower Division Clerk, Process Server, Orderly/Office Peon/Farash, Night Guard, Sweeper (Karma Bandhu)

শূন্যপদের সংখ্যা:

মোট ৩৭ জনকে নিয়োগ করা হবে।

বয়সসীমা:

উপরিক্ত সকল পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স নূন্যতম ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে এবং ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হিসাব করতে হবে। সরকারি নিয়মানুসারে SC/ST/OBC কাস্টের প্রার্থীরা যথাক্রমে ৫ বছর এবং ৩ বছর বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।

মাসিক বেতন:

এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১৭,০০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা মাইনে দেওয়া হবে (Court Group D Recruitment 2024)।

শিক্ষাগত যোগ্যতা

English Stenographer, Lower Division Clerk পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।

Process Server, Orderly/Office Peon/Farash, Night Guard, Sweeper (Karma Bandhu) পদের জন্য অষ্টম শ্রেনী পাশ বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। তবে নাইট গার্ড পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া:

উপরিউক্ত পদগুলিতে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের দ্বারা যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। পরীক্ষার সিলেবাস, নম্বর বিভাজন ইত্যাদি সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে প্রার্থীদের (Court Group D Recruitment 2024)।

আবেদন পদ্ধতি

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে। প্রথমে সংস্থার অফিসিয়াল পোর্টালে আবেদনকারীর তথ্য দিয়ে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সবশেষে, আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করবেন।

আবেদন ফি:

English Stenographer(Group B) এই পদে আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের ৮০০ টাকা এবং SC/ST দের ৬০০ টাকা আবেদন ফি দিতে হবে।

Lower Division Clerk (Group C) পদের জন্য জেনারেল প্রার্থীদের ৭০০ টাকা এবং SC/ST প্রার্থীদের ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

Process Server, Orderly/Office Peon/Farash, এই সকল পদে আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের ৭০০ টাকা এবং SC/ST প্রার্থীদের ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

Night Guard, Sweeper (Karma Bandhu) উল্লিখিত এই পদের জন্য জেনারেল প্রার্থীদের ৪০০ টাকা এবং SC/ST প্রার্থীদের ৪০০ টাকা ফি প্রদান করতে হবে (Court Group D Recruitment 2024)।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button