News

WB Court Job: জেলা কোর্টে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাসেই আবেদন

WB Court Job: আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? কিন্তু কেবল অষ্টম শ্রেণী পর্যন্তই পড়াশোনা করেছেন! তাহলেও কিন্তু চিন্তা নেই।

Google News

WB Court Job: আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? কিন্তু কেবল অষ্টম শ্রেণী পর্যন্তই পড়াশোনা করেছেন! তাহলেও কিন্তু চিন্তা নেই। অষ্টম শ্রেণী পাস করেও কিন্তু সরকারি চাকরি পাওয়া সম্ভব তার জন্য সঠিক পরীক্ষার খবর রাখতে হবে।

সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার বিচারকের কার্যালয় শূন্য পদে নিয়োগের জন্য অষ্টম শ্রেণী পাস চাকরি প্রার্থী খুঁজছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। হাতে আর বেশি দিন নেই তাই আবেদনের আগে বিস্তারিত জেনে নিন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

WB Court Job:

পোস্টের নাম-

  • Night Guard
  • Day Guard
  • মালি

শূন্যপদ
Night Guard-9টি
Day Guard-1টি
মালি-1টি
তবে মনে রাখবেন এই পোস্টগুলো শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য।

WB Court Job:

শিক্ষাগত যোগ্যতা –
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা বা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে ও শারীরিকভাবে সুস্থ হতে হবে।

বেতন কাঠামো –

ROPA 2019 এর অধীনে বেতন ম্যাট্রিক্স১ এর লেভেল অনুযায়ী ১৭ হাজার থেকে ৪৩ হাজার টাকা।

চাকুরির স্থান-

পূর্ব বর্ধমান জেলা আদালত

WB Court Job:

আবেদনকারীর জন্য শর্ত-
আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।
তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীতে বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন করার প্রক্রিয়া –

এর জন্য আপনাকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://purbabardhaman.dcourts.gov.in/-এ যেতে হবে।

হোম পেজে ‘নোটিস, রিক্রুটমেন্ট মেনুতে ক্লিক নিয়োগের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।

এরপর অ্যাপ্লিকেশন ফরম্যাট লিংকে ক্লিক করে এটার প্রিন্ট আউট করে নিন।

এবার অফলাইন আবেদনটি সঠিকভাবে পূরণ করুন।

নিজের স্বাক্ষর করা নথি, পাসপোর্ট ছবি, ফি প্রদানের রসিদ যুক্ত করুন।

এবার আবেদন পত্রটি সাধারণ পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 4th may 2024. আবেদন পত্রের খামের কভারের উপর পোষ্টের নাম সহ নির্দিষ্ট ঠিকানায় এই দিনের মধ্যে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা-

The District Judge Cum District Recruitment Committee of Purba
Burdwan Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, pincode 713101 (West Bengal)

উল্লেখ্য পরীক্ষার তারিখ সংক্রান্ত বিবরণ পরে ওয়েবসাইটে পেয়ে যাবেন। আবেদনকারীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা ও নথি যাচাইয়ের ওপর ভিত্তি করে।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button