News

Elon Musks: এবার মানুষের মাথায় বসানো হবে ইলেট্রনিক চিপ! প্রকাশ্যে অবাক করা তথ্য

ইলন মাস্কের কোম্পানি নিউরলিঙ্ক সফলভাবে মানুষের মস্তিষ্কে চিপ বসাতে সক্ষম হয়েছে। এই তথ্য সাড়া ফেলেছে দুনিয়াতে।

Google News

Elon Musks: মানুষের মস্তিষ্কে বসলো ইলেকট্রনিক চিপ! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। (Elon Musks) মানুষের মস্তিষ্কে প্রথমবার ইলেকট্রনিক চিপ বসিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করল ইলন মাস্ক। ইলন মাস্কের কোম্পানি নিউরলিঙ্ক সফলভাবে মানুষের মস্তিষ্কে চিপ বসাতে সক্ষম হয়েছে। এই তথ্য সাড়া ফেলেছে দুনিয়াতে। এই প্রথমবার বিশেষ চ্যানেল তৈরি হল কম্পিউটার ও মানুষের ব্রেনের মধ্যে।

Elon Musks

মঙ্গলবার এক বিশেষ তথ্য সামনে আনেন ইলন মাস্ক। ২০১৬ সালে তিনি একটি নিউরোটেকনোলজি কোম্পানি তৈরি করেন যার মূল উদ্দেশ্য ছিল মানুষের মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা। আর এইবার এই কাজে সফলতা পেলেন ইলন মাস্ক। এই নিউরোটেকনোলজি কোম্পানির জন্য এটি একটি বিশেষ পদক্ষেপ হিসেবে চিহ্নিত। এই প্রথম ইমপ্লান্ট গ্রহণকারী রোগীকে বলা হচ্ছে লিঙ্ক। রিপোর্ট অনুসারে জানা হয়েছে, প্রক্রিয়াটির পর চিপটি ঠিকভাবে কাজ করতে পারছে। মানুষের ক্ষমতাকে সুপাচার্জ করা হলো এই সংস্থার বিশেষ উদ্দেশ্য। এএলএস বা পারকিনসন্সের মতো স্নায়বিক রোগের চিকিৎসা করা। সেই কাজে সফলতা পেয়েছেন তাঁরা।

আরও পড়ুন: Viral News: মা অতীত, সন্তানের জন্ম দেবেন বাবা! চিকিৎসা শাস্ত্রে বিস্ময়কর ঘটনায় অবাক সকলে

ইলন মাস্ক এক বিশেষ টুইটের মাধ্যমে জানান, গতকাল এক মানুষের মস্তিষ্কে নিউরলিঙ্ক বসানো হয়েছে এবং সেই ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তিনি আরও জানিয়েছেন, চিপ বসানোর পর প্রাথমিক ফলাফল খুবই ভালো এবং ওই চিপ নিউরনের স্পাইকগুলি ভালোভাবে নজরে রাখছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Worlds Fastest Internet: লঞ্চ হবে 5g-র থেকেও দ্রুত গতির ইন্টারনেট?

ডেটা কোম্পানি পিচবুকের মতানুসারে, আগের বছর ক্যালিফোর্নিয়া ভিত্তিক নিউরলিঙ্কের ৪০০ টিরও বেশি কর্মচারী ছিল এবং তাদের কমপক্ষে ৩৬৩ মিলিয়ন ডলার বেশি পুঁজি রয়েছে। নিউরলিঙ্ক মার্কিন ও কম্পিউটারের মধ্যে সরাসরি একটি যোগাযোগের পথ তৈরি করা হচ্ছে। যার ফলে এএলএস এবং পারকিনসন্সের মতো রোগের চিকিৎসা পদ্ধতি পরিবর্তন হবে বলে জানা গিয়েছে। তেমনই মানুষের মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হবে যেখানে দুজনেই একসঙ্গে বড় কিছু কাজ করতে পারবে।


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button