News

Karpoori Thakur: মৃত্যুর পর ভারতরত্ন পেলেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী?

তাঁর একটা ছবি মোদীজি (Narendra Modi) নিজের এক্স হ্যান্ডেলের শেয়ার করে লিখেছেন, সামাজিক ন্যায়ের দিশা দেখিয়েছিলেন যে কর্পূরী ঠাকুর তাঁকে আজ ভারতরত্ন দেবে ভারত সরকার।

Google News

Karpoori Thakur: মরণোত্তর ভারতরত্ন সম্মানে সম্মানিত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর (Jan Nayak Karpoori Thakur)। তাঁর এই সাফল্যকে শেয়ার করে নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদি। তাঁর একটা ছবি মোদীজি (Narendra Modi) নিজের এক্স হ্যান্ডেলের শেয়ার করে লিখেছেন, সামাজিক ন্যায়ের দিশা দেখিয়েছিলেন যে কর্পূরী ঠাকুর তাঁকে আজ ভারতরত্ন দেবে ভারত সরকার। একই সঙ্গে তাঁর এই পোস্টে জননায়কের অবদানের কথাও স্মরণ করে দিয়েছেন নরেন্দ্র মোদি।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

এই পোস্টে মোদিজির আরও সংযোজন, পিছিয়ে পড়া ব্যক্তিদের এগিয়ে নিয়ে যাওয়ার নানা ব্যবস্থা নিয়েছিলেন তিনি (Karpoori Thakur)। ভারতে সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ওই জননায়ক বড় দাগ রেখে গিয়েছিলেন। এই পুরস্কার শুধু তাঁর অবদানকে সম্মানিত করেছে সেটা কিন্তু নয়, তাঁর কাজ আমাদের অনুপ্রাণিত করে, সমতারক্ষা হয় এমন সমাজ তৈরিতে জোর দিতে।

আরও পড়ুন: Ramlala Viral Video: প্রাণ প্রতিষ্ঠার পরদিনই জীবন্ত হয়ে উঠলেন রামলালা, ঘটে গেল মিরাকল!

Some unknown informations about Karpoori Thakur

  • বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন দু’বার। একবার ১৯৭০ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস থেকে ১৯৭১ সালের জুন মাস পর্যন্ত। অপরটি, ১৯৭৭ সালের ডিসেম্বর মাস থেকে ১৯৭৯ সালের এপ্রিল মাস পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে বহাল ছিলেন তিনি।
  • কর্পূরজী ছিলেন বর্তমান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তথা লালু প্রসাদের মতো নেতা সমূহের মেন্টর। কার্যত তাঁরা তাঁকে চোখ বন্ধ করে গুরুর মতো মানতেন।
  • তিনি যতদিন মুখ্যমন্ত্রী পদে বহাল ছিলেন বিহারে মদ পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দিয়েছিলেন। সেই সময় দলিতরা এতে বাধা দিয়েছিলেন। কারণ তাঁদের রুটি রুজিতে হাত পড়ে গিয়েছিল!
  • তিনি সবার কাছে জননায়ক বলেই পরিচিত ছিলেন। বিহারের পিছিয়ে পড়া মানুষদের উন্নতি সাধনে তিনি করে গিয়েছেন নানারকম কাজ।
  • তাঁর আমলেই মুঙ্গেরিলাল কমিশন বসেছিল বিহারে। পিছিয়ে পড়া মানুষদের জন্য করেছিলেন কোটার ব্যবস্থা।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button