News

Paytm: UPI- লেনদেনও নিষিদ্ধ হতে পারে, Paytm-র পর আরও বড় সিদ্ধান্ত RBI-র!

আবার এসেছে অন্য খবর! শোনা যাচ্ছে পেটিএম ইউপিআইও বন্ধ হয়ে যাবে নাকি খুব তাড়াতাড়ি!

Google News

Paytm নিয়ে বড় সিদ্ধান্ত সকারের। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে RBI বলেছে, Paytm পেমেন্ট ব্যাঙ্কে যে কোনও ধরণের লেনদেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যাবে ফেব্রুয়ারির পর থেকে। এমন পরিস্থিতিতে ফাস্ট্যাগ ব্যবহারকারীরাও চিন্তায়। কারণ এতেও আনা হয়েছে পরিবর্তন। এই সবকিছুর মধ্যেও আবার এসেছে অন্য খবর! শোনা যাচ্ছে পেটিএম ইউপিআইও বন্ধ হয়ে যাবে নাকি খুব তাড়াতাড়ি!

আরও পড়ুন: These Food Gives To Your Child During Madhyamik: পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে সন্তানকে দিন এই খাবার!

Paytm-এ UPI বন্ধ হয়ে যাবে?

আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে গেলেও পেটিএম ইউপিআই কাজ করবে বলেই জানা গিয়েছিল। তবে তারপর থেকেই অনেকের মধ্যে নানা রকম চিন্তাভাবনা দেখা দিতে শুরু করে। অনেকেই সঠিক তথ্য বুঝে উঠতে পারছেন না! RBI এর নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংকের লেনদেন বন্ধ হবে পেটিএম ইউপিআই এর নয়। পেটিএম অ্যাপে যদি যুক্ত থাকে অন্য কোনও ব্যাংক তাহলে ব্যবহারকারী নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন Paytm।

পেটিএম পেমেন্ট ব্যাংকের ব্যবহারকারীদের টাকা তোলার জন্য বেশ কিছু সময় প্রদান করা হয়েছে। সেই নির্দিষ্ট সময়ে ব্যাংকের ব্যবহারকারীদের বলা হয়েছে যেখানে যত টাকা তাঁরা রেখেছেন তাঁরা যেন সবটা তুলে নেন। Paytm ব্যবহার করার জন্য কেওয়াইসি আবশ্যক করে দেওয়া হচ্ছে। কেওয়াইসি ছাড়া কোনও রকম লেনদেন বা কিছুই হবে না এমনটাই জানা গিয়েছে। যাদের এখনও পর্যন্ত কেওয়াইসি করা হয়নি তাদের কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন কেওয়াইসি করিয়ে নেন! যারা অনেকদিন আগে থেকেই কেওয়াইসি করে রেখেছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন কেওয়াইসি আপডেট করে নেন উপযুক্ত সময়ে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button