Entertainment

Kanchan Sreemoyee: অপেক্ষার শেষ করলেন কাঞ্চন শ্রীময়ী!

Google News

Kanchan Sreemoyee: সব জল্পনার অবসান। শেষ অবধি সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজ (Kanchan Sreemoyee)। এতদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে চলছিল বিভিন্ন রকম জল্পনা। শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে রয়েছে বিশেষ কোনও সম্পর্ক। কিন্তু বারবারই সেই কথা তুরি মেরে উড়িয়ে দিয়েছিলেন শ্রীময়ী এবং কাঞ্চন দু’জনেই।

Kanchan Sreemoyee

চলতি মাসের ১৪ তারিখ আইনি বিবাহ সেরেছেন এই জনপ্রিয় জুটি। যতবার তাঁদের কাছে কোনও সংবাদমাধ্যম থেকে তাঁদের সম্পর্কে প্রশ্ন রাখা হয়েছে ততবারই দুজনের গলায় বেজেছে উল্টো সুর। এক সময় কাঞ্চন মল্লিক জোর গলায় বলেছিলেন শ্রীময়ীকে নিয়ে গোটা বিষয়টিই গুঞ্জন, কোনরকম বাস্তবতা নেই এই বিশেষ বিষয়টির মধ্যে- সাফ কাঞ্চন মল্লিক জানিয়েছিলেন, “মেয়েটিকে আমি যখন থেকে চিনি, তার তখন ১৫ বছর বয়স। সহকর্মী হিসাবেই কাজ করেন। নির্বাচনের সময়ে প্রচারে ছিলেন। তাঁকে নিয়ে পিঙ্কির সঙ্গে আলাপ করাই। পিঙ্কির সঙ্গে ওঁর (শ্রীময়ী) কথাও হয়। আমি কথা বলে বিষয়টি মেটাতে চেয়েছিলাম।”

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Viral Video: দূষণ রোধে প্লাস্টিকের বোতল সরাচ্ছে বাঘ! ভাইরাল ভিডিও দেখলে লজ্জা হবে

কাঞ্চন মল্লিক বলেছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের উপর যখন এরকম কোনও মন্তব্য আসে তখন তাকে ঠিক কতটা চাপে পড়তে হয়! তাঁর কথা অনুযায়ী, “দেখুন যে ধরনের নোংরা, কদর্য, কুৎসিত আরোপ আনা হচ্ছে, তা মিথ্যা। যা ঘটছে তা অত্যন্ত কুৎসিত। আমার নেত্রীকে আমি কীভাবে মুখ দেখাবো! আমি কোথাও মুখ দেখানোর জায়গা পাচ্ছি না। ওঁরা আমায় ভরসা করে একটি কেন্দ্রের বিধায়ক পদে প্রার্থী করেছেন। দলের কাছে, নেত্রীর কাছে এ ভাবে ছোট করার মানে কী?”

আরও পড়ুন: Aadhaar Card Deactivation: বন্ধ করা হচ্ছে আধার কার্ড? এই ব্যক্তিরা হারাতে পারেন নাগরিকত্ব

প্রাক্তন শ্রী পিংকির সঙ্গে বিচ্ছেদ হয়েছিল অনেকদিন আগেই। শোনা গিয়েছিল তারা বহু বছর ধরে এক ছাদের তলায় থাকেন না! তবে এরপরেও তারা কেন নিজেদের মধ্যে আইনি ডিভোর্স ছাড়েননি এই নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন। সেই প্রসঙ্গে কাঞ্চন জানিয়েছিলেন, “আমি খুবই শান্তিপ্রিয় মানুষ। আমি সবসময়ই চেয়েছিলাম এভাবেই চলুক। ছেলেটা যাতে কোনওভাবে আহত না হয়। ছেলের মননে যেন না প্রভাব পড়ে, বাবা-মা আলাদা রয়েছেন।”

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?