News

RS. 2000 Note Update: আবার ব্যবহার করা যাবে ২০০০ টাকার নোট? যা জানাল RBI

RS. 2000 Note Update: বন্ধ হয়ে যাচ্ছে 2000 টাকার নোট ছাপানো, হ্যাঁ ‌‌ গত বছর মে মাসে এমনই নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Google News

RS. 2000 Note Update: বন্ধ হয়ে যাচ্ছে 2000 টাকার নোট ছাপানো, হ্যাঁ ‌‌ গত বছর মে মাসে এমনই নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশমতো বন্ধ হয়েছে দু হাজার টাকা নোটের সার্কুলেশন। RBI এর তরফে একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছিল যে সময়ের মধ্যে ব্যাংকে গিয়ে নোট বদল করতে পেরেছিল সাধারণ মানুষ। সম্প্রতি এই 2000 টাকা নিয়েই এলো নয়া আপডেট।

RS. 2000 Note Update

মূলত 19th May 2023 থেকে 2000 টাকা মূল্যের ব্যাঙ্ক নোট প্রত্যাহারের ঘোষণা করা হয়েছিল। তবে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI বলেছে 2000 ব্যাংক নোট এর প্রায় 97.69 শতাংশ ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Sainik School Recruitment 2024: সৈনিক স্কুলে নিয়োগ, মাধ্যমিক পাসেই বেতন ৪৫,০০০ টাকা।

গত মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, 2000 টাকা নোটের প্রায় 97.69 শতাংশ ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে। তবে প্রত্যাহার করা নোটগুলির প্রায় 8470 কোটি টাকার নোট এখনো জনগণের কাছেই রয়েছে। তাই স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে এত টাকা গেল কোথায়? ভুলে যাওয়ার জন্য নাকি ইচ্ছে করে! কেন এই টাকা ফেরত দিচ্ছে না ওই নোটের মালিকরা তা নিয়েও সন্দেহ ঘনীভূত হচ্ছে।

RS. 2000 Note Update: কত বাতিল নোট এসেছে!

তথ্য অনুযায়ী রিজার্ভ ব্যাংকের প্রচারণে থাকা 2000 টাকার নোটের মূল্য 19th May 2023 এ ছিল 3.56 লক্ষ কোটি টাকা। যা এখন কমে দাঁড়িয়েছে 8470 কোটি টাকা। অর্থাৎ সবমিলিয়ে 97.69 শতাংশ ফেরত এসেছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে।

কত তারিখ পর্যন্ত নোট জমার সীমা বাড়ানো হয়েছিল?

রিপোর্ট অনুযায়ী বাতিল ২০০০ টাকা নোট জমার সময়সীমা ছিল 7th October 2023. এরপর 8th October 2023 থেকে শুরু করে ব্যক্তিদের RBI এর ১৯ টি অফিসে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সমতুল্য অংক জমা হয়।

আরও পড়ুন: Rose Valley ADC: টাকা ফিরত দিচ্ছে রোজভ্যালি চিটফান্ড, এইভাবে করুন আবেদন

ব্যাংক নোট আদান প্রদানকারী এই ১৯ টি RBI অফিস হলো আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, নয়া দিল্লী, পাটনা ও তিরুবনন্তপুরম।

RS. 2000 Note Update: কীভাবে নোট বদলাবেন?

প্রথমেই রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটে যান। এরপর হোমপেজে Form Other ফর্মটি খুঁজুন। এই ফর্ম পূরণ করে নিকটবর্তী যে কোন পোস্ট অফিসে যান। এবার রিজার্ভ ব্যাংকের ১৯ টি ইস্যু অফিসের একটিতে গিয়ে আবেদন করুন‌। সমস্ত ডকুমেন্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button