News

LPG Gas Price: মাত্র ৫২৯ টাকায় মিলবে গ্যাস! এখানে এইভাবে করুন আবেদন

LPG Gas Price: আজ থেকে অর্থাৎ নতুন অর্থবর্ষে মাত্র ৫২৯ টাকায় মিলবে রান্নার গ্যাস।

Google News

LPG Gas Price: আজ থেকে অর্থাৎ নতুন অর্থবর্ষে মাত্র ৫২৯ টাকায় মিলবে রান্নার গ্যাস। নতুন অর্থবর্ষ উপলক্ষে সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ছাড় দেওয়া হবে। প্রতি বছরই নতুন অর্থবর্ষে বিভিন্ন নিয়ম-নীতির পরিবর্তন লক্ষ করা যায়। বাজারে যে দামে রান্নার গ্যাস সিলেন্ডার বিক্রি হয় তা থেকেই প্রায় ৩০০ টাকা কম দামে গ্যাস সিলিন্ডার পাবেন গ্রাহকরা। কারা এই সুবিধা পাবেন? আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত (LPG Gas Price)।

আরও পড়ুন: Sainik School Recruitment 2024: সৈনিক স্কুলে নিয়োগ, মাধ্যমিক পাসেই বেতন ৪৫,০০০ টাকা।

যেসকল গ্রাহকরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনস্থ তারা আজ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডারের ওপর ৩০০ টাকা ছাড় পাবেন। কেন্দ্রীয় সরকারের তথ্যানুযায়ী এর দ্বারা কোটি কোটি দেশের মানুষ লাভবান হবেন (LPG Gas Price)।

আরও পড়ুন: Rose Valley ADC: টাকা ফিরত দিচ্ছে রোজভ্যালি চিটফান্ড, এইভাবে করুন আবেদন

প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের অধীনে ২০২৪ সালের ৩১শে মার্চ পর্যন্ত রান্নার গ্যাসের উপর ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছিল। তবে লোকসভা নির্বাচনের জন্য এর মেয়াদ আরো এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ২০২৪ এর বদলে ২০২৫ অবধি রান্নার গ্যাসের উপর ৩০০ টাকা ছাড় পাবেন উজ্জ্বলা প্রকল্পের অধীনস্থ গ্রাহকরা (LPG Gas Price)।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Sainik School Recruitment 2024: সৈনিক স্কুলে নিয়োগ, মাধ্যমিক পাসেই বেতন ৪৫,০০০ টাকা।

বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম রয়েছে ৮২৯ টাকা (LPG Gas Price)। তবে উজ্জ্বলা প্রকল্পের অধীনস্থ গ্রাহকরা ৫২৯ টাকায় কিনতে পারবেন। অন্য সব শহর অর্থাৎ দিল্লি, মুম্বাই, এবং চেন্নাই শহরে উজ্জ্বলা যোজনার অধীনস্থ উপভোক্তারা রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন যথাক্রমে ৫০৩ টাকা ৫০২.৫ টাকা ৫১৮.৫ টাকায় (LPG Gas Price)।

প্রয়োজনীয় নথিপত্র

  • পৌরসভার চেয়ারম্যান পঞ্চায়েতের প্রধানকর্তৃক অনুমোদিত BPL শংসাপত্র,
  • বিপিএল পরিবারের জন্য রেশন কার্ড,
  • ভোটার আইডি/আধার কার্ডের মতো পরিচয়পত্র,
  • পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button