News

Sainik School Recruitment 2024: সৈনিক স্কুলে নিয়োগ, মাধ্যমিক পাসেই বেতন ৪৫,০০০ টাকা।

Sainik School Recruitment 2024: আজকের দিনেও সরকারি চাকরির মাধ্যমে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে চায় সকলেই।

Google News

Sainik School Recruitment 2024: আজকের দিনেও সরকারি চাকরির মাধ্যমে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে চায় সকলেই। সেই কারণে চাকরিপ্রার্থীরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বসেন। এইবার চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। তামিলনাড়ুর অমরাবথিনগরের অমর সৈনিক প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন পদের জন্য আবেদন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Sainik School Recruitment 2024)।

টিজিটি-ইংরেজি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (পদার্থবিদ্যা), ব্যান্ড মাস্টার, আর্ট মাস্টার, মেডিকেল অফিসার (পার্ট-টাইম), লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) এবং তিনটি ওয়ার্ড বয়দের জন্য একটি করে শূন্যপদ রয়েছে (Sainik School Recruitment 2024)। ইচ্ছুক প্রার্থীদের ৩০শে এপ্রিলের মধ্যে প্রাসঙ্গিক নথিপত্র ও ডিমান্ড ড্রাফ্ট সহ পূরণ করা আবেদন পত্রে আবেদন জানাতে হবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: PM Scholarship: আবেদন করলেই পাবেন ১ লক্ষ টাকার বেশি! পড়ুয়াদের জন্য দারুণ স্কলারশিপ কেন্দ্রের

Sainik School Recruitment 2024

TGT-ইংরেজি

  • পদের সংখ্যা: ১
  • বেতন: ৪০,০০০ টাকা।

বিজ্ঞানাগার সহকারী

  • পদের সংখ্যা: ১
  • বেতন: ২৫,০০০ টাকা

ব্যান্ড মাস্টার

  • পদের সংখ্যা: ১
  • বেতন: ৩৫,০০০ টাকা

আর্ট মাস্টার

  • পদের সংখ্যা: ১
  • বেতন: ২৫,০০০ টাকা

মেডিকেল অফিসার (খণ্ডকালীন)

  • পদের সংখ্যা: ১
  • বেতন: ৪৫,০০০ টাকা।

TGT-ইংরেজি :

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের সমন্বিত স্নাতক কোর্স বা বিএড সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বয়স ২১-৩৫ বছরের মধ্যে হতে হবে।

বিজ্ঞানাগার সহকারী :

এই পদে আবেদনের জন্য বিজ্ঞানের সঙ্গে দ্বাদশ বা ইন্টারমিডিয়েট (পদার্থবিজ্ঞানে) ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

ব্যান্ড মাস্টার:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের এইসি ট্রেনিং কলেজ এবং কেন্দ্রে ব্যান্ড মাস্টার/ ব্যান্ড মেজর/ ড্রাম মেজর কোর্স বা সমতুল্য কোর্স করতে হবে। প্রার্থীদের বয়স ২১-৫০ বছরের মধ্যে হতে হবে।

আর্ট মাস্টার :

এই পদের জন্য চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি বা ফাইন আর্ট/আর্ট/ড্রয়িং এবং পেইন্টিং সহ স্নাতক বা ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এর জন্য প্রার্থীর বয়সসীমা ২১-৩৫ বছরের মধ্যে হতে হবে (Sainik School Recruitment 2024)।

মেডিকেল অফিসার:

পেডিয়াট্রিক্সে স্পেশালাইজেশন সহ এমবিবিএস পাশ করতে হবে। এইক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ২১-৫০ বছরের মধ্যে হতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক:

এই পদের জন্য (এলডিসি) প্রতি মিনিটে কমপক্ষে 40 শব্দের টাইপিং গতি সহ একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাশ করতে হবে। এর জন্য প্রার্থীর বয়স ১৮-৫০ বছরের মধ্যে হতে হবে (Sainik School Recruitment 2024)।

আবেদন ফি:

অমর সৈনিক প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পদে আবেদনের জন্য সাধারণ ও ওবিসি প্রার্থীদের ৩০০ টাকা ফি দিতে হবে তবে SC/ST প্রার্থীদের ২০০ টাকা ফি দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অমর সৈনিক প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পদের জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীদের, স্কুলের ওয়েবসাইটে উপলব্ধ নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণকৃত ফর্মের সঙ্গে আবেদনকারীদের অবশ্যই শিক্ষাগত শংসাপত্র, প্রশংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র এবং একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ফটোগ্রাফের স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।
Back to top button