News

RRB Recruitment 2024: মাধ্যমিক পাসে রেলে একাধিক পদে কর্মী নিয়োগ, আবেদন করলেই মিলবে মোটা বেতন।

RRB RECRUITMENT 2024: চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর।

Google News

RRB RECRUITMENT 2024: চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর। যারা এতদিন চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য দারুন সুযোগ নিয়ে এসেছে ভারতের Railway Recruitment Board. কি কি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, বেতন কত, কিভাবেই বা হবে নিয়োগ তা জানতে পড়ুন বিস্তারিত।

RRB RECRUITMENT 2024: কোন পোস্টে নিয়োগ হচ্ছে?

চার বছরের ব্যবধানে RRB নিয়োগ হচ্ছে। এই তালিকায় রয়েছে-

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join
  • RRB Technicians
  • RRB NTPC
  • RRB JE
  • Level 1
  • RRB Paramedical

কতগুলি শূন্যপদ রয়েছে?- 2 লক্ষের বেশি শূন্যপদ থাকছে।

কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?– জানুয়ারি থেকে অক্টোবর

নির্বাচন প্রক্রিয়া কি? –

  • প্রথমে লিখিত পরীক্ষা হবে
  • তারপর হবে Skill test
  • শেষে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন।

কোথা থেকে আবেদন করা যাবে?- অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা সম্ভব। অফিসিয়াল ওয়েবসাইটটি হল indianrailways.gov.in

প্রত্যেকটি পোস্টের জন্য বিস্তারিত তথ্য দেয়া হলো-

RRB RECRUITMENT 2024

RRB Technician

আবেদন কবে শুরু হবে?- 9th March 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং 7th April 2024 পর্যন্ত আবেদন করা যাবে।

শূন্য পদের সংখ্যা কটি?- 9000

শিক্ষাগত যোগ্যতা কি?- এই পদে আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড থেকে ITI সহ দশম শ্রেণী পাশ করতে হবে।

বয়স সীমা কত?- এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অন্ততপক্ষে 18 বছর ও 33 বছরের মধ্যে হতে হবে।

RRB RECRUITMENT 2024: RRB NTPC

আবেদন কবে শুরু হবে?- June 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং July 2024 পর্যন্ত আবেদন করা যাবে। (চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রতীক্ষিত)

শূন্য পদের সংখ্যা কটি?- 20000+ (বিজ্ঞপ্তি প্রতীক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা কি?– এই পদে আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড থেকে H.S ও Graduate পাশ করা থাকতে হবে।

বয়স সীমা কত?– এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অন্ততপক্ষে 18 বছর ও 33 বছরের মধ্যে হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া কি?- CBT ও Skill test এর ওপর ভিত্তি করে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীরা Level 1 ও Level 2 CBT এবং তারপর Skill Test এ অংশগ্রহণ করবে।

পরীক্ষা কবে হবে?– এই পদগুলির জন্য পরীক্ষা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য Graduate আর Under Graduate পদের জন্য NTPC শূন্য পদ গুলি একক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে। LEVEL 4,5,6 পোস্ট Graduate দের জন্য ও Level 2,3 Undergraduate দের জন্য।

RRB RECRUITMENT 2024: RRB JE

Engineering Diploma & Degree করা প্রার্থীরা এই পদে আবেদনের জন্য যোগ্য।

আবেদন কবে শুরু হবে?- June 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং July 2024 পর্যন্ত আবেদন করা যাবে। (চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রতীক্ষিত)

শূন্য পদের সংখ্যা কটি?- 10000+ (বিজ্ঞপ্তি প্রতীক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা কি?- এই পদে আবেদন করার জন্য Diploma in Engineering বা B.E/B.Tech থাকতে হবে।

বয়স সীমা কত?- এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অন্ততপক্ষে 18 বছর ও 33 বছরের মধ্যে হতে হবে।

উল্লেখ্য BCA, B.Sc সহ প্রার্থীরাও JE পদের আবেদনের জন্য যোগ্য।

নির্বাচন প্রক্রিয়া কি?- CBT ও Skill test এর ওপর ভিত্তি করে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে

পরীক্ষা কবে হবে?- আশা করা হচ্ছে সেপ্টেম্বর মাসে লিখিত পরীক্ষা হবে।

RRB RECRUITMENT 2024: RRB Paramedical

প্যারামেডিকেল স্টাফ নিয়োগের মধ্যে স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব সহকারী, ফার্মাসিস্ট ইত্যাদি অন্তর্ভুক্ত ররেছে।

আবেদন কবে শুরু হবে?- July 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং August 2024 পর্যন্ত আবেদন করা যাবে। (চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রতীক্ষিত)

শূন্য পদের সংখ্যা কটি?– 4000+ (বিজ্ঞপ্তি প্রতীক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা কি?- পদ অনুযায়ী বিজ্ঞপ্তি দেখুন

বয়স সীমা কত?- এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অন্ততপক্ষে 18 বছর ও 33 বছরের মধ্যে হতে হবে।

RRB RECRUITMENT 2024: RRB Group D/Level 1

শূন্য পদের সংখ্যা কটি?- 100000+ (বিজ্ঞপ্তি প্রতীক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা কি?- পদ অনুযায়ী বিজ্ঞপ্তি দেখুন

বয়স সীমা কত?- এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অন্ততপক্ষে 18 বছর ও 33 বছরের মধ্যে হতে হবে।

আবেদন কবে শুরু হবে?- October 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং November 2024 পর্যন্ত আবেদন করা যাবে। (চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রতীক্ষিত)

উল্লেখ্য RRB RECRUITMENT 2024 সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য ও শর্ত দেখতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এই ধরনের পরীক্ষা সংক্রান্ত আরো আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়েব পোর্টালটি লাইক করতে ভুলবেন না।

আরও পড়ুন: Sainik School Recruitment 2024: সৈনিক স্কুলে নিয়োগ, মাধ্যমিক পাসেই বেতন ৪৫,০০০ টাকা।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button