Entertainment

Ditipriya Roy: প্রেম করছেন দিতিপ্রিয়া, কে তাঁর মনের মানুষ? রইল আসল পরিচয়

Ditipriya Roy:দিতিপ্রিয়া রায় কি প্রেম করছেন? কে তাঁর মনের মানুষ?

Google News

Ditipriya Roy: দিতিপ্রিয়া রায় কি প্রেম করছেন? কে তাঁর মনের মানুষ? এই নিয়ে ভক্ত মহলে উৎসাহ রয়েছে প্রথম থেকেই। কোনও রাখঢাক আর নয়, তিনি নিজেই জানিয়েছেন সমস্ত মানুষের জল্পনার অবসান ঘটিয়ে। তিনি যে প্রেম করছেন তা জানানোর জন্য প্রেমিকের ছবিও তাঁর সঙ্গে পোস্ট করেছেন। কিন্তু তিনি সে বিষয়ে বেশি মুখ খোলেননি।  সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তাঁর মা প্রেমিকের পরিচয় জানিয়ে দিয়েছেন।

দিতিপ্রিয়া রায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে তিনি রয়েছেন সংবাদ মাধ্যমের শিরোনামে। তিনি পর্দায় রানীমার অভিনয় করে শিরোনামে চলে এসেছিলেন। খুব অল্প সময়ে সব মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছিলেন। এই মনের মানুষের তাঁর বাড়িতে নিত্য যাতায়াত।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

ফাগুন ফুরালে ও খাতায় কলমে কিন্তু অভিনেত্রী অভিনেত্রীর মনের ফাগুন এখনও ফুরায়নি। দিতিপ্রিয়া এই মনের মানুষ তাঁর মায়ের কাছে ও খুব স্নেহের পাত্র। ফেসবুকে ছবি দেখে তা স্পষ্টই বোঝা গিয়েছে। ছবিতে তাঁর মা তার প্রেমিককে আদর করে রিভু বাবু বলে ডাকেন।

 মনের মানুষের আসল পরিচয় কী?

টলিউডের কোনও অভিনেতা তিনি না। কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। কিন্তু প্রেমিকের মুখটা সেখানে স্পষ্ট ছিল না। খুবই ঝাপসা ছিল। তিনি বরাবরই রিভু বাবুকে আড়ালে রেখে দিয়েছেন।

আরও পড়ুন: RBI New Rule: সাবধান, এবার থেকে কাজে দেরি হলেই ব্যাংককে ফাইন দিতে হবে 5000 টাকা! চালু নতুন নিয়ম

না তিনি বিনোদন জগতের কেউ নন। তিনি লোকের সামনে আসেন না। দিতিপ্রিয়া এখনই তাঁর পরিচয় সামনে এখনই আনতে নারাজ। যদি সাময়িক অসস্তি কেটে যায় তবে তিনি সকলের সঙ্গে তার প্রেমিকের পরিচয় করিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: Rose Valley ADC: টাকা ফিরত দিচ্ছে রোজভ্যালি চিটফান্ড, এইভাবে করুন আবেদন

Ditipriya Roy

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?