Informative

RBI New Rule: সাবধান, এবার থেকে কাজে দেরি হলেই ব্যাংককে ফাইন দিতে হবে 5000 টাকা! চালু নতুন নিয়ম

RBI New Rule: আপনি যদি কোন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তবে এই খবরটি আপনার জন্য ভীষণ জরুরি। ব্যাংকের কোন কাজ নিয়ে কি আপনি সময়ের পর সময় ধরে হন্যে হয়ে ঘুরছেন?

Google News

RBI New Rule: আপনি যদি কোন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তবে এই খবরটি আপনার জন্য ভীষণ জরুরি। ব্যাংকের কোন কাজ নিয়ে কি আপনি সময়ের পর সময় ধরে হন্যে হয়ে ঘুরছেন? তাহলে এ সম্পর্কে কিন্তু আপনার জানা প্রয়োজন।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI এর তরফে নয়া নিয়ম জারি করা হয়েছে। আর সেই অনুযায়ী বড়সড় সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা। তবে এই খবরে কিন্তু ঘুম উড়তে চলেছে ব্যাঙ্ক কর্মীদের। RBI এর নয়া নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের কর্মীরা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের কাজ সম্পূর্ণ করতে বাধ্য থাকবে। নির্দিষ্ট সময় অর্থ্যাৎ 30 দিনের মধ্যে গ্রাহকদের প্রয়োজনীয় যেকোনো ধরনের কাজ করতে বাধ্য থাকবে (RBI New Rule)। অন্যথা ব্যাঙ্কের তরফে দিতে হবে বড়োসড়ো জরিমানা।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

RBI New Rule: জরিমানার পরিমাণ

যদি সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ না হয় তাহলে ব্যাঙ্ককে দিতে হবে জরিমানা। নয়া নিয়ম অনুযায়ী 30 দিনের সময়সীমা দেওয়া হবে ব্যাঙ্ককে। সেই কাজ সম্পূর্ণ করতে না পারলে 31 দিন থেকে গ্রাহককে প্রতিদিন 5000 টাকা করে জরিমানা দিতে হবে‌।

আরও পড়ুন: Sainik School Recruitment 2024: সৈনিক স্কুলে নিয়োগ, মাধ্যমিক পাসেই বেতন ৪৫,০০০ টাকা।

উদাহরণস্বরূপ আপনি ব্যাঙ্ক থেকে কোনোরকম লোন নিয়েছেন। ব্যাঙ্কের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে 30 দিনের মধ্যে এই সংক্রান্ত কোনোরকম আপডেট প্রদান করেনি ব্যাঙ্ক। তাহলে সেক্ষেত্রে আপনি কমপ্লেন করতে পারেন আর ব্যাঙ্ক জরিমানা স্বরূপ আপনাকে প্রতিদিন 5000 টাকা দিতে বাধ্য থাকবে।

RBI New Rule:

আরবিআই নির্দেশের পরে আরো আরেকটি খবর মিলেছিল। সেই নিয়ম অনুযায়ী আপনি যদি সম্পত্তির ওপর কোন ধরনের লোন নিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ পরিশোধের ৩০ দিনের মধ্যে সম্পত্তির কাগজপত্র গ্রাহককে ফেরত দিতে হবে। নিয়ম অনুযায়ী এক্ষেত্রেও ব্যাংক এ কাজ না করলে তাকে প্রতিদিন পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে।

আরও পড়ুন: Rose Valley ADC: টাকা ফিরত দিচ্ছে রোজভ্যালি চিটফান্ড, এইভাবে করুন আবেদন

এমনকি ব্যাংকের দ্বারা যদি ব্যক্তির নথিপত্রের ক্ষতি হয় তাহলে ওই ব্যক্তিকে নতুন নথিপত্র করতে সাহায্য করতে হবে ইতিমধ্যে RBI সমস্ত সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং ছোট গ্রামীণ ব্যাংক এবং নন ব্যাঙ্কিং সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন (RBI New Rule)।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button