Informative

Rose Valley ADC: রোজভ্যালি চিটফান্ডে টাকা ডুবেছিল? শুরু হল টাকা ফেরতের প্রক্রিয়া, কীভাবে আবেদন করবেন?

Rose Valley ADC: কয়েক বছর আগে রোজভ্যালি সারদার মতো চিটফান্ড কেলেঙ্কারির সাক্ষী থেকেছে গোটা ভারতবর্ষ।

Google News

Rose Valley ADC: কয়েক বছর আগে রোজভ্যালি সারদার মতো চিটফান্ড কেলেঙ্কারির সাক্ষী থেকেছে গোটা ভারতবর্ষ। এই চিটফান্ডে সাধারণ মানুষের প্রায় লক্ষ লক্ষ টাকা খোয়া গিয়েছে। যার কারণে বর্তমানে ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে টাকা বিনিয়োগ করতে মানুষ ভয় পান।

সম্প্রতি SEBI– এর তরফে জানানো হয়েছে যে, রোজভ্যালি কাণ্ডে যে সকল সাধারণ মানুষ তাদের টাকা হারিয়েছেন তারা সেই টাকা ফেরত পাবেন। SEBI একটি বিজ্ঞপ্তি মারফত জানিয়েছে যে সকল ব্যক্তিরা নিজেদের টাকা হারিয়েছেন তারা গত মঙ্গলবার থেকে সেই টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। অ্যাসেট ডিসপোজাল কমিটির তরফে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। জানেন কীভাবে আবেদন করবেন? কীভাবেই বা নিজের স্ট্যাটাস চেক করবেন! আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: PM Scholarship: আবেদন করলেই পাবেন ১ লক্ষ টাকার বেশি! পড়ুয়াদের জন্য দারুণ স্কলারশিপ কেন্দ্রের

রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য সর্বাগ্রে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (Rose Valley ADC)। এরপর ডান পাশে থ্রি ডট অর্থাৎ মোর চিহ্নে ক্লিক করতে করে আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর স্ক্রিনে ভেসে ওঠা কোম্পানির নাম সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ যে কোম্পানিতে নিজের টাকা ইনভেস্ট করেছিলেন সেই কোম্পানির নাম সিলেক্ট করতে হবে। সার্টিফিকেটের মধ্যে কোম্পানির নাম লেখা থাকবে। এরপর বয়স, লিঙ্গ, পরিচয় পত্র সহ ফোন নম্বর দিতে হবে। পরিচয় পত্র হিসাবে এখানে ১২ ডিজিটের আধার কার্ড নম্বরটি দিতে হবে।

এরপর নিজের নাম, ঠিকানা, রাজ্য, পোস্ট অফিস, স্টেট,ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ ব্যাংকের আইএফএসসি কোড দিয়ে নিজের সার্টিফিকেট নম্বর, কার কার নামে রয়েছে সেই সংসাপত্র, আমানতের তারিখ, আমানতের পরিমাণ, আমানত শেষ হওয়ার দিন সবটা বসিয়ে দিতে হবে (Rose Valley ADC)।

এরপর কন্টিনিউ ডকুমেন্ট আপলোড অপশনে ক্লিক করলে স্ক্রিনের সামনে অরিজিনাল সার্টিফিকেট স্ক্যান করে জমা দেওয়ার জায়গাটি ভেসে উঠবে। সেখানে যথাযথভাবে জমা দিয়ে দিতে হবে। এরপর আইডেন্টি প্রুফের স্ক্যান কপি এবং যা যা নথি চাওয়া হচ্ছে সমস্তটা সঠিকভাবে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে (Rose Valley ADC)।

কীভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন (Rose Valley ADC)?

আপলোড সার্টিফিকেটের সমস্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে হোম পেজের থ্রি ডট অপশনে ক্লিক করলে আপলোড সার্টিফিকেটের উপর আপনি ইনভেস্টর অপশন দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করে একে একে সার্টিফিকেট নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে।

এটি একটি রিফান্ড প্রসেস হওয়ায় মনোযোগ সহকারে এখানে আবেদন করতে হবে। ডেটার ক্ষেত্রে কোনভাবেই যেন কোন রকম ভুল ভ্রান্তি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button