News

Madhyamik Exam Cancel: লাভ হল না কড়া নিরাপত্তা দিয়ে, ফাঁস হয়ে গেল মাধ্যমিকের এই প্রশ্নপত্র

সঠিক ব্যবস্থাপনা না থাকার দরুণ বাতিল করা হয়েছিল বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র। বিভিন্ন রকম অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে। সবকিছু প্রকাশ্যে বলা হলেও একটা বিষয় খোলসা করে বলা হয়নি আগে থেকে।

Google News

Madhyamik Exam Cancel: শুরু হয়ে গিয়েছে চলতি বছরের মাধ্যমিক। ইতিমধ্যেই পড়ুয়ারা বাংলা পরীক্ষা দিয়ে সবে বাড়ি ফিরেছেন। প্রশ্নপত্র সম্পর্কে জানতে চাওয়া হলে মিলেছে একাধিক ভালো মন্তব্য। তবে এর ব্যতিক্রমও রয়েছে প্রচুর!

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বসেছেন প্রায় ১০ লক্ষ ছাত্র-ছাত্রী। যা গতবছরের তুলনায় প্রায় তিন লক্ষ বেশি। চলতি বছরের মাধ্যমিককে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি করা হয়েছিল বিভিন্ন রকম নির্দেশিকা। সঠিক ব্যবস্থাপনা না থাকার দরুণ বাতিল করা হয়েছিল বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র। বিভিন্ন রকম অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে। সবকিছু প্রকাশ্যে বলা হলেও একটা বিষয় খোলসা করে বলা হয়নি আগে থেকে।

আরও পড়ুন: Madhyamik 2024: শুরু হয়েছে সন্তানের মাধ্যমিক পরীক্ষা! এই খাবারটি খাইয়ে পরীক্ষা দিতে পাঠান, সফল হবেই

প্রসঙ্গটি হল প্রশ্নপত্র নিয়ে। কে বা কারা প্রশ্নপত্র বছরের পর বছর ফাঁস করে চলেছেন সেই অভিযুক্তকে ধরতেই এই বছর মধ্যশিক্ষা পর্ষদ এঁটে ছিল নতুন ফন্দি। যার ফলে আগে থেকে কেউই সচেতন থাকতে পারেননি। ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রশ্নপত্রের মধ্যেই বিশেষ কিউআর কোডের। যেগুলো মোবাইলে ছবি তোলা মাত্রই স্ক্যান করে ধরিয়ে দেবে প্রশ্নপত্র ফাঁসকারীকে। উদ্যোগ মতোই হয়েছে কাজ। চলতি বছরের মাধ্যমিকের প্রথম দিনের প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে ধরা পড়েছেন দুই পড়ুয়া।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Money Transfer Rules: আর্থিক লেনদেনের ক্ষেত্রে চালু বড় নিয়ম! মাথায় হাত পড়তে পারে এই ব্যক্তিদের

এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ‘এবছরের মাধ্যমিকের প্রশ্নপত্রে বিশেষ গোপন কোড রয়েছে বলে আগেই জানানো হয়েছিল তবে মূল বিষয়টি খোলসা করা হয়নি। সেই কোডের সাহায্যে বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র প্রকাশ করে দেওয়ার অভিযোগে মালদায় ২ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।’

আরও পড়ুন: Viral Video: বাইক লক থাকলেও চুরি হয়ে যায় কীভাবে? জেনে নিন এই বাস্তব ভিডিও দেখে

এই ঘটনার খবর পেতেই মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা তদন্ত শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্রে থাকা গোপন কোড মিলে যায়। ধরা পড়ে মালদার ২টি স্কুলের ২ পরীক্ষার্থী। সনাক্ত করা হয় তাঁদের। পরীক্ষা সঙ্গে সঙ্গে বাতিল করে দেয় পর্ষদ।


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button