News

Viral News: ইডি অফিসার পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি যুবকের, হাতায় লক্ষ লক্ষ টাকা! তারপর?

এক তরুণীকে ইডি অফিসার পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেয় এক যুবক। শুধু তাই না, তাঁর বিরুদ্ধে এও অভিযোগ ওঠে প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই নাকি লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন তিনি।

Google News

Viral News: সমাজমাধ্যমের যত উন্নতি হচ্ছে ততই বেড়ে চলেছে একের পর এক প্রতারণার ঘটনা। কখনও দেখা যাচ্ছে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে সাধারণ মানুষের কাছে। আবার দেখা যাচ্ছে একেবারে স্বয়ং প্রতারকই পৌঁছে গিয়েছেন বাড়ির দরজায়। সম্প্রতি সামনে এসেছে এমনই এক অবাক করা ঘটনা যেখানে বিষয়টি শুনলে আপনি চমকে উঠবেন!

আরও পড়ুন: Madhyamik 2024: শুরু হয়েছে সন্তানের মাধ্যমিক পরীক্ষা! এই খাবারটি খাইয়ে পরীক্ষা দিতে পাঠান, সফল হবেই

এক তরুণীকে ইডি অফিসার পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেয় এক যুবক। শুধু তাই না, তাঁর বিরুদ্ধে এও অভিযোগ ওঠে প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই নাকি লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন তিনি (Viral News)। হাতেনাতে ধরা পড়েছেন প্রতারক, জুটেছে মারও। এই ঘটনাকেই কেন্দ্র করে মঙ্গলবার হুলুস্থুল পড়ে গিয়েছে কলকাতার ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সের বাইরে। প্রতারকের নাম প্রদীপ সাহা তিনি সোনারপুরে থাকেন।

আরও পড়ুন: Kolkata Viral Video: সোনার চেয়ে উজ্জ্বল তিলোত্তমা, দেখেছেন এই ভিডিওটি!

সেই বিশেষ তরুণীর পরিবার থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী নিজেকে একজন স্বনামধন্য ইডির অফিসার বলে পরিচয় দেয় সেই যুবক। তারপর দেয় বিয়ের প্রতিশ্রুতি (Viral News)। হাতায় লক্ষ লক্ষ টাকা। সন্দেহ ছিল মনে। সেই সন্দেহকে কেন্দ্র করেই প্রদীপের হাত-পা বেঁধে সটান সিজিও কমপ্লেক্সের সামনে হাজির করা হয় তাঁকে। এখানে সামিল ছিলেন তরুণীর পরিবার। সিজিও কমপ্লেক্সের মূল ফটকের বাইরে ব্যাপক মারধর করা হয়।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Money Transfer Rules: আর্থিক লেনদেনের ক্ষেত্রে চালু বড় নিয়ম! মাথায় হাত পড়তে পারে এই ব্যক্তিদের

উক্ত পরিবার বসবাস করেন বিরাটিতে। নয় মাস আগে shaadi.com এর মাধ্যমে পরিচয় হয় তাঁদের বাড়ির মেয়ের সঙ্গে। তারপরেই মেয়ের সঙ্গে আলাপ জমায় প্রদীপ, পরিচয় দেয় ইডির অফিসার হিসাবে। তারপরেই এগোতে থাকে দুই পরিবারের মধ্যে বিয়ের পাকা কথাবার্তা। জানা গিয়েছে, এমনকি ছাপা হয়ে গিয়েছিল বিয়ের কার্ডও। এখানে পরিস্থিতির পরেই প্রদীপের পরিবার থেকে বাড়ছিল লক্ষ লক্ষ টাকা চাওয়ার প্রবণতা। ধাপে ধাপে তরুণীর পরিবার থেকে প্রায় চার লক্ষ টাকা ইতিমধ্যেই হাতিয়ে নিয়েছে অভিযুক্ত।

আরও পড়ুন: Medicine Sample Failed: দাম দিয়ে আপনিও নিম্ন মানের ওষুধ কিনছেন না তো!

বিভিন্ন অজুহাতে এবং শরীর খারাপের নাটক করে চিকিৎসার অজুহাতে দিনের পর দিন টাকা আদায় করতে থাকেন প্রদীপ। এরপরেই সন্দেহ প্রবণ হয়। খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি যে পরিচয় দিয়েছেন তা সম্পূর্ণটাই মিথ্যে। তরুণীর ভাইয়ের কথা অনুযায়ী জানা গিয়েছে, ‘‘ইডি অফিসার পরিচয় দেওয়ার পর দিদির সঙ্গে বিয়ে ঠিক হয়। দিদির কাছ থেকে প্রায়ই টাকা নিত। ল্যাপটপও বিক্রি করবে বলেছিল। তবে সন্দেহ হওয়ায় সোমবার আমি খোঁজ নিতে আসি। নিরাপত্তারক্ষীরা আমাকে জানান যে, প্রদীপ এখানে কাজ করে না। আমি আসছি কোনও ভাবে জানতে পেরে আমার আগেই ইডি দফতরে এসেছিল প্রদীপ। কিন্তু ওকে এখান থেকে বার করে দেওয়া হয়।’’


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button