Informative

Money Transfer Rules: আর্থিক লেনদেনের ক্ষেত্রে চালু বড় নিয়ম! মাথায় হাত পড়তে পারে এই ব্যক্তিদের

জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি থেকে এই নিয়ম বদলে যাবে একেবারে। ইমিডিয়েড পেমেন্ট সার্ভিস বা আইএমপিএস এর মাধ্যমে অনলাইনে টাকা ট্রান্সফারের সময় এবার শুধুমাত্র প্রাপকের মোবাইল নাম্বার এবং ব্যাংক একাউন্টে নাম্বারই বাধ্য হবে।

Google News

Money Transfer Rules: ইতিমধ্যেই সব জায়গাতে এসেছে বিরাট পরিবর্তন। অনেকেই (Money Transfer Rules) নিমেষের টাকা লেনদেনের জন্য ভরসা রাখেন অনলাইন ট্রান্সফারের ওপর। তবে এই অনলাইন ট্রান্সফার কে ঘিরেই আসছে বড়সড় নিয়মের পরিবর্তন। জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি থেকে এই নিয়ম বদলে যাবে একেবারে। ইমিডিয়েড পেমেন্ট সার্ভিস বা আইএমপিএস এর মাধ্যমে অনলাইনে টাকা ট্রান্সফারের সময় এবার শুধুমাত্র প্রাপকের মোবাইল নাম্বার এবং ব্যাংক একাউন্টে নাম্বারই বাধ্য হবে। আগামীকাল থেকে যে নতুন পরিবর্তন আসতে চলেছে তা ঠিক কেমন হতে পারে এবার দেখে নিন নিজেই!

আরও পড়ুন: Horror Village: অভিশাপে লোকজন থাকতে পারেনা এই গ্রামে, জানেন কোথায় সেই গ্রাম?

ইন্টারনেটের মাধ্যমে লেনদেনে যে নতুন নিয়ম গুলি সামনে আছে তা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে যে বিবৃতি দেয়া হয়েছে সেই অনুযায়ী,

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

অনলাইনে (Money Transfer Rules) টাকা পাঠানোর জন্য আর কোনও মতেই প্রয়োজন পড়বে না প্রাপককে সংযুক্ত করার বা তার আইএফএসসি কোড দেওয়ার।

আরও পড়ুন: Padma Bhushan Award 2024: পদ্মভূষণ সম্মানে ভূষিত বাংলার এই জনপ্রিয় অভিনেতা! আর কারা রয়েছেন তালিকায়?

সুতরাং, ১ ফেব্রুয়ারি থেকে টাকা অনলাইনে ট্রান্সফারের (Money Transfer Rules) জন্য আইএমপিএস চ্যানেলের মাধ্যমে মোবাইল নম্বর ও ব্যাঙ্কের নাম দিলেই পেমেন্ট সাকসেসফুল হবে। একটি সার্কুলার এর মাধ্যমে একথা জানিয়েছে এনপিসিআই।

আরও পড়ুন: Portrait Of Lord Ram Viral Video: 400 রুবিকস কিউব দিয়ে তৈরি হল রাম মূর্তি, খুদের প্রতিভা দেখে স্তম্ভিত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসও

এবার আসা যাক আইএমপিএস (Money Transfer Rules) কি?

যখন অনলাইন টাকা লেনদেন করা হয় সেক্ষেত্রে ইমিডিয়েট ফ্রেমমেন্ট সিস্টেম একটি সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সিস্টেম। যে মাধ্যমের ওপর নির্ভর করে ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়:

  • মোবাইল ব্যাংকিং অ্যাপ,
  • ব্যাংকের ব্রাঞ্চ,
  • এটিএম,
  • এএসএমএস,
  • আইভিআরএস

আইএমপিএসের (Money Transfer Rules) মাধ্যমে টাকা ট্রান্সফারের প্রক্রিয়াগুলি হল

  • মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ অন করতে হবে প্রথমেই,
  • ফান্ড ট্রান্সফার অপশনে চলে যেতে হবে এরপর।
  • বাছতে হবে আইএমপিএস অপশন,
  • প্রাপকের এণএমআইডি ও প্রেরকের এমপিআইএন দিতে হবে,
  • এবার টাকার অঙ্কটি নির্দিষ্ট বক্সে লিখতে হবে,
  • এরপর ক্লিক করেই প্রেস করতে হবে কনফার্ম অপশনে।
  • রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে।
  • এরপর যথাযোগ্য জায়গায় ওটিপি দিয়ে লেনদেন সম্পূর্ণ করতে হবে।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button