Offbeat

Horror Village: অভিশাপে লোকজন থাকতে পারেনা এই গ্রামে, জানেন কোথায় সেই গ্রাম?

জানা গিয়েছে, ১৮৭৮ সালে অভিশপ্ত হয়েছিল এই গ্রাম।প্রায় ১৩৫ বছর ধরে এই গ্রাম অভিশপ্ত থাকায় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে গ্রামের কোনো মানুষ সেখানে থাকতে পারতেন না।

Google News

Horror Village: বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষকে বিনোদন দেওয়ার পাশপাশি তথ্য সমৃদ্ধ করে তোলে। সামাজিক মাধ্যমের দৌলতে এমন কিছু তথ্য সকলের সামনে উঠে আসে যা রীতিমতো অবাক করে। সম্প্রতি বিহারের তেমনই এক গ্রামের কথা জানা গিয়েছে যার সঙ্গে অতীতের সতীদাহ প্রথা জড়িত। জানা গিয়েছে, ১৮৭৮ সালে অভিশপ্ত হয়েছিল এই গ্রাম।প্রায় ১৩৫ বছর ধরে এই গ্রাম অভিশপ্ত থাকায় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে গ্রামের কোনো মানুষ সেখানে থাকতে পারতেন না।

গ্রামে বসবাসকারী মানুষরা বিশ্বাস করেন, প্রায় ১৩৫ বছর ধরে অভিশপ্ত ছিল তাদের গ্রাম। যদিও সবটাই লোককথা। আবার অনেকের মতে এই অভিশাপের জন্য ভুগতে হয়েছে তাঁদের। চৌহান দিহ নামের এই গ্রামটি বিহারের জামুই জেলার খয়রা ব্লকে অবস্থিত। এই গ্রামটি সতীদাহ প্রথার সঙ্গে জড়িত (Horror Village)। কথিত আছে, ১৮৭৮ সালে এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর স্ত্রীকে পুড়িয়ে মারার পর থেকেই অভিশাপ তাড়া করছিল গ্রামের মানুষদের। অনেকেই বিশ্বাস করেন, সতীদাহ প্রথার পর থেকেই গ্রামে অভিশাপ নেমে আসে। যার জন্য শেষ হয়ে যাওয়া গ্রামটি।

আরও পড়ুন: ছুটিতে কোথায় যাবেন ভাবছেন?

জানা গিয়েছিল, মহিলাটি স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যখন বসেছিলেন, তখন গ্রামের কিছু লোক ঢোল বাজিয়ে ঐতিহ্য মেনে গান গাইছিলেন তারা (Horror Village)। সেই মুহূর্তে মহিলাটি ক্ষিপ্ত হয়ে পুরো গ্রামকে অভিশাপ দিয়েছিলেন এবং তার অভিশাপে অন্ধকার নেমে আসে বিহারের সেই গ্রামে। তিনি অভিশাপ দিয়েছিলেন গ্রামে কারও সন্তান বাঁচবে না। সন্তান থাকলেও তাঁদের অভাব অন্ত থাকবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Portrait Of Lord Ram Viral Video: 400 রুবিকস কিউব দিয়ে তৈরি হল রাম মূর্তি, খুদের প্রতিভা দেখে স্তম্ভিত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসও


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button