Offbeat

Optical Illusion: LET-এর ভিড়ে লুকিয়ে থাকা ভিন্ন শব্দকে খুঁজুন, সময় মাত্র ৫ সেকেন্ড

Optical Illusion: LET-এর ভিড়ে লুকিয়ে থাকা ভিন্ন শব্দকে খুঁজুন, সময় মাত্র ৫ সেকেন্ড

Google News

Optical Illusion: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে উঠেছে বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন। প্রতিনিয়ত এইগুলি ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। এইগুলি সমাধানের মধ্য দিয়ে একজন মানুষের বুদ্ধি এবং তার IQ লেভেলের পরিচয় পাওয়া যাচ্ছে। সকল মানুষই বুদ্ধির অধিকারী। তবে অপটিক্যাল ইলিউশনগুলি (Optical Illusions) সমাধানের জন্য শুধুমাত্র বুদ্ধি নয় প্রখর দৃষ্টিশক্তিও জরুরি। কারণ এইগুলি চোখের সামনে একপ্রকার ধাঁধার সৃষ্টি করে।
আট থেকে আশি সকলেই এই প্রকার ধাঁধায় অংশ নিচ্ছে। আজকের প্রতিবেদনেও হাজির করা হয়েছে এরকমই একটি চোখের ধাঁধা।

If You Have Eagle Eyes Find The Odd Word

উপরে প্রদত্ত ছবিতে একাধিকবার LET লেখাটি দেখতে পাওয়া যাচ্ছে। আপাতদৃষ্টিতে সবকটি শব্দকে একই রকম লাগলেও এর ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ভিন্ন শব্দ যা খুঁজে বের করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষকে। গভীর পর্যবেক্ষণের মাধ্যমে এই ব্যতিক্রমী শব্দটিকে খুঁজে বের করতে হবে LET- এর সমুদ্র থেকে (Optical Illusion)।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

If you Have Eagle Eyes Find The Odd Word Within 5 secs

তবে হ্যাঁ সময় কিন্তু খুবই কম মাত্র ৫ সেকেন্ড আর এর মধ্যেই নিজের দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে খুঁজে বের করতে হবে ভিন্ন শব্দটিকে। তাই মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে।

গভীরভাবে মনোনিবেশ করে ধাঁধার সমাধান খুঁজে বের করতে হবে। সময় শুরু হয়ে গিয়েছে।

ঘড়ির কাঁটা ঘুরে চলেছে।

সময় প্রায় শেষের মুখে।

খুঁজে পাওয়া গেল LET- এর ভিড়ে লুকিয়ে থাকা ভিন্ন শব্দটি?

সমাধানকারীদের দেওয়া ৫ সেকেন্ড শেষ হলো ঠিক এখানেই।

Solution

Optical Illusion
Optical Illusion

অনেকেই হয়তো ইতিমধ্যে ব্যতিক্রমী শব্দটিকে চিহ্নিত করে ফেলেছেন। তবে যারা পারেননি তাদেরও চিন্তার কারণ নেই সংখ্যাটিকে আলাদাভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হলো প্রতিবেদনেই।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?