News

Kolkata Under Water Metro: জলের তলা দিয়ে মেট্রোয় চেপে কোথায় কোথায় যেতে পারবেন কলকাতার যাত্রীরা! জানুন এখানেই

Kolkata Under Water Metro: জলের তলা দিয়ে ছুটবে মেট্রো! হাওড়া-এসপ্ল্যানেড সহ তিন রুটের উদ্বোধন প্রধানমন্ত্রীর; জেনে নিন হাওড়া ময়দান থেকে মেট্রোতে উঠলে কোন দিকে কীভাবে যাবেন!

Google News

Kolkata Under Water Metro: জলের তলা দিয়ে ছুটবে মেট্রো! হাওড়া-এসপ্ল্যানেড সহ তিন রুটের উদ্বোধন প্রধানমন্ত্রীর; জেনে নিন হাওড়া ময়দান থেকে মেট্রোতে উঠলে কোন দিকে কীভাবে যাবেন!

দীর্ঘ দিনের অপেক্ষার পর আজ ৬ই মার্চ বুধবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে যাত্রীদের জন্য গঙ্গার নিচের মেট্রো পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া দেশব্যাপী পরিবহন ব্যবস্থাকে আরও উন্নততর করতে আজ বেশ কয়েকটি মূল মেট্রো স্টেশন ও র‍্যাপিড ট্রানজিট প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। বিগত কয়েক বছর ধরে সকলের মনে একটাই প্রশ্ন এসেছে! কবে থেকে শুরু হবে গঙ্গার নীচের মেট্রো পরিষেবা! আজ প্রধামন্ত্রীর হাত ধরে সেই দিন আগত। তবে উদ্বোধন হলেও কবে থেকে যাত্রীরা এই পরিষেবা পাবে সেই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই যাত্রীরা এই পরিষেবা পাবেন।

আরও পড়ুন: Ileana: মা হওয়ার পর কেমন আছেন ইলিয়ানা! যা বললেন সোশ্যালে

কলকাতা মেট্রোর ইতিহাসে মাইলফলক তৈরি করল এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটটি। কারণ এই রুটটি ৫২০ মিটার দীর্ঘ গঙ্গা নদীকে অতিক্রম করবে তাও মাত্র ৪৬ সেকেন্ডে। এই প্রসঙ্গে মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, “এটি একটি বিরাট সাফল্য। মেট্রোরেল যখন ঠিক গঙ্গার তলদেশ দিয়ে চলাচল করবে সেই বিষয়টির অনুভূতি প্রদান করার জন্য টানেলে নীল আলো দেওয়া হয়েছে। দেখা যাবে মাছের ছবিও।” অর্থাৎ গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচলের অভিজ্ঞতা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যাত্রীরা।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

মেট্রো রেলের আধিকারিক জানিয়েছেন, যাত্রীরা হাওড়া স্টেশন থেকে টিকিট কাটলে কলকাতা শহরে যে কোন প্রান্তে একটি টিকিটে পৌঁছে যেতে পারবেন অর্থাৎ কোনো যাত্রীরা খুব সহজেই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাতায়াত করতে পারবেন মাঝে রয়েছে হাওড়া মেট্রোর একটি স্টপেজ। এছাড়াও পরবর্তীতে যাত্রীরা যদি দক্ষিণেশ্বর বা শহীদ ক্ষুদিরাম যেতে চান তবে শুধুমাত্র ট্রেন বদল করলেই হবে বাড়তি কোনো টিকিট কাটার প্রয়োজন পড়বে না। এছাড়া বউবাজার মেট্রোর কাজ সম্পূর্ণ হলে খুব সহজে শুধুমাত্র ট্রেন বদলেই যাত্রীরা পৌঁছে যাবেন সল্টলেকে। প্রসঙ্গত, ভারতীয় রেলের ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্যের নজির গড়ল এই রুটটি। কারণ এই প্রথম ভারতে জলের তলা দিয়ে মেট্রো চলাচল করবে।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button