News

Padma Bhushan Award 2024: পদ্মভূষণ সম্মানে ভূষিত বাংলার এই জনপ্রিয় অভিনেতা! আর কারা রয়েছেন তালিকায়?

মোট ১১০ জনকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় এই যে সেই তালিকায় রয়েছে মোট আটজন বাঙ্গালি।

Google News

Padma Bhushan Award 2024: পদ্মভূষণ (Padma Bhushan Award 2024) ২০২৪ সম্মানে ভূষিত হলেন বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পদ্মভূষণ সম্মানে প্রাপকের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। মোট ১১০ জনকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় এই যে সেই তালিকায় রয়েছে মোট আটজন বাঙ্গালি। পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন বেঙ্কাইয়া নাইডু, দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গেরা। বাংলার শিল্পী ঊষা উত্থুপ পেয়েছেন এই সম্মান। অন্যদিকে মরণোত্তর সম্মানে সম্মানিত হয়েছেন বাংলার সত্যব্রত মুখোপাধ্যায়।

আরও পড়ুন: Best Viral Video 2024: রামের নামে নিন্দা করতেই ভেঙে পড়ল মঞ্চ, ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়!

Padma Bhushan Award 2024, know them all 

বাংলা থেকে মোট যে ৮ জন পদ্মশ্রী সম্মানে (Padma Bhushan Award 2024) সম্মানিত হয়েছেন তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাঝি এবং শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। যদিও নেপাল ২০২৩ সালেই সকলকে ছেড়ে চলে গিয়েছেন অজানার উদ্দেশ্যে। তাই তিনি পাবেন মরণোত্তর সম্মান। এছাড়াও বাংলার পদ্মশ্রীর তালিকায় রয়েছেন কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের খ্যাতনামা ভাদু শিল্পী রতন কাহার। বাংলা থেকে বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন একলব্য শর্মা এবং নারায়ণ চক্রবর্তী। শিল্পের পদ্মশ্রী প্রাপকের মধ্যে যিনি রয়েছেন তিনি হলেন তাকদীরা বেগম এবং গীতা রায় বর্মন।

আরও পড়ুন: Madhyamik Board Exam 2024: মাধ্যমিকের নয়া নির্দেশিকা জারি, জেনে নিন পর্ষদ কী বলছে

এই বছর মোট পাঁচজনকে সর্বোচ্চ নাগরিক সম্মানে পদ্মভূষণ (Padma Bhushan Award 2024) প্রদান করা হয়েছে। চিরঞ্জীবী বেঙ্কাইয়া নাইডু এছাড়াও এই সম্মানে সম্মানিত হয়েছেন তামিলনাড়ুর বিজয়ন্তীমালা বালি, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর), তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম প্রমুখ।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: History of Ram Mandir: ৫০০ বছরের সংগ্রামে ইতি, রাম মন্দিরের গোপন ইতিহাস জানলে গায়ে কাঁটা দেবে

পদ্মভূষণ (Padma Bhushan Award 2024) দেওয়া হয়েছে মোট ১৭ জনকে। যা কেন্দ্রের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান।

এই তালিকায় রয়েছেন যথাক্রমে:

  • কেরলের এম ফতিমা বিভী (মরণোত্তর),
  • মহারাষ্ট্রের সাহিত্য সাংবাদিক হরমুসজি এন কামা,
  • কর্নাটকের শিল্পপতি সীতারাম জিন্দল,
  • মহারাষ্ট্রের চিকিৎসক অশ্বিনী বালচাঁদ মেহতা,
  • মহারাষ্ট্রের রাম নায়েক,
  • গুজরাতের চিকিৎসক তেজস মধুসূদন পটেল,
  • কেরলের ওলানচেরি রাজাগোপাল,
  • মহারাষ্ট্রের দত্তত্রয় অম্বদাস মায়ালু ওরফে রাজদূত,
  • লাদাখের তোগদান রিনপোচে (মরণোত্তর),
  • মহারাষ্ট্রের পেয়ারেলাল শর্মা,
  • বিহারের চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর,
  • তামিলনাড়ুর বিজয়কান্ত (মরণোত্তর),
  • মহারাষ্ট্রের কুন্দন ব্যাস।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button