Lifestyle

Medicine Sample Failed: দাম দিয়ে আপনিও নিম্ন মানের ওষুধ কিনছেন না তো!

Google News

Medicine Sample Failed: সরবরাহ হচ্ছে নিম্নমানের ওষুধ! সেই তালিকায় রয়েছে সকলের চেনা গ্যাস, এলার্জির সব ট্যাবলেট! সম্প্রতি প্রকাশিত রিপোর্টে ২৫ টি সংস্থার মোট ৪০টি ওষুধ নিম্নমানের বলেই জানা গিয়েছে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর রিপোর্ট অনুসারে, হিমাচল প্রদেশের ২৫টি ফার্মাসিউটিক্যাল শিল্পে তৈরি ৪০টি ওষুধ এবং ইনজেকশনগুলি মান অতি নিম্ন, এমনটাই দাবি করেছেন তারা। এই তালিকায় রয়েছে সেই সমস্ত ওষুধের নাম যেগুলি প্রদত্তমান পূরণ করতে পারেনি।

Medicine Sample Failed

রয়েছে কী কী ওষুধ (Medicine Sample Failed)?

  • হাঁপানি,
  • জ্বর,
  • ডায়াবেটিস,
  • উচ্চ রক্তচাপ,
  • অ্যালার্জি,
  • মৃগী,
  • কাশি,
  • অ্যান্টিবায়োটিক,
  • ব্রঙ্কাইটিস এবং
  • গ্যাস্ট্রিক

উপরিউক্ত সমস্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ও ইনজেকশন রয়েছে তালিকায়। এ ছাড়াও আছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টসহ মাল্টি-ভিটামিনও।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Republic Day 2024: প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পার্থক্য রয়েছে; জানেন সেটি?

যদিও, ডিসেম্বর মাসেই সিডিএসসিও জারি করেছিল একটি ড্রাগ সতর্কতা। যার মারফত এ তথ্য পাওয়া গিয়েছে, যে ওষুধগুলোর মান নিম্ন সেগুলি তৈরি করা হয়েছে:

  • বাড্ডি,
  • বারোটিওয়ালা,
  • নালাগড়,
  • সোলান,
  • কালা আম্ব,
  • পবন্ত সাহেব,
  • সংসারপুর টেরেসে অবস্থিত ফার্মাসিউটিক্যাল শিল্পে।
  • এগুলো ছাড়াও এই তালিকায় রয়েছে:
  • উত্তরাখণ্ড,
  • পঞ্জাব,
  • গুজরাট,
  • অন্ধ্রপ্রদেশ,
  • উত্তরপ্রদেশ,
  • মুম্বই,
  • তেলঙ্গানা,
  • দিল্লিতে

উপরিউক্ত জায়গায় অবস্থিত ওষুধ শিল্পে তৈরি ৩৮ ধরনের ওষুধ ব্যর্থ হয়েছে নমুনা পরীক্ষায়। বড্ডি-এর অ্যালায়েন্স বায়োটেকের তৈরি রক্তের জমাট চিকিৎসার জন্য হেপারিন সোডিয়াম ইনজেকশনের ও নাম রয়েছে এই তালিকায়।

আরও পড়ুন: Sourav Ganguly Dadagiri: নিজের বাবাকে মাঝ রাস্তায় এই কাজ করতে দেখে লজ্জিত সানা!

পাঁচটি নমুনা ব্যর্থ হয়েছে ঝাড়মাজরিতে অবস্থিত কানহা বায়োজেনেটিক্সের ভিটামিন ডি৩ ট্যাবলেটের। এই ২৫টি ওষুধ কোম্পানি এখন তদন্তাধীন রয়েছে। এর মধ্যে বেশ কিছু কম্পানির ওষুধ বারবার নমুনা পরীক্ষায় ব্যর্থ হচ্ছে।

ডিসেম্বর ড্রাগ অ্যালার্টের ওষুধ (Medicine Sample Failed)

  • মন্টেলুকাস্ট সোডিয়াম এবং লেভোসেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড ট্যাবলেট,
  • টেলমিসার্টান ট্যাবলেট,
  • প্রিগাবালিন ট্যাবলেট,
  • সাইপ্রোহেপ্টাডিন এইচসিএল এবং
  • ট্রাইকোলিন সাইট্রেট সিরাপ,
  • সোডিয়াম ভালপ্রোয়েট ট্যাবলেট,
  • একটি পেনিসিলিন ক্যাপসুল,
  • অ্যামোক্সিসিলিন ক্যাপসুল,
  • ট্রাইকোলাইন ক্যাপসুল,
  • অ্যামোক্সিকোল,
  • অ্যাসিড অ্যাসোসিয়েশন।
  • সিরাপের মধ্যে রয়েছে:
  • ল্যাইন এবং রুটোসাইড ট্রাইহাইড্রেট ট্যাবলেট,
  • একটি ব্রক্সোল,
  • হাইড্রোক্লোরাইড,
  • টারবুটালিন সালফেট,
  • গুয়াইফেনেসিন এবং
  • মেন্থল সিরাপ।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?