News

Ram Mandir: রাম মন্দির নির্মাণে বিপুল আর্থিক সাহায্য সেলিব্রিটিদের; কে কত টাকা দিল!

একতলা বাড়ির সমান তালা থেকে শুরু করে, ১৮০ ফুটের ধূপ, হনুমানের বিশালাকার মূর্তি, তিন তলায় সমান রামায়ণ সবকিছুতেই অভিনবত্বের ছোঁয়া। ইতিমধ্যে গর্ভগৃহে প্রবেশ করেছেন রামলালার মূর্তি। কষ্টি পাথরে তৈরি মূর্তিটির উচ্চতা ৫১ ইঞ্চি এবং ওজন ১৫০-২০০ কেজি। প্রায় ৮০০০ অতিথির উপস্থিতিতে আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার মূর্তি।

Google News

Ram Mandir: আগামীকাল প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। দেশজুড়ে সাজো সাজো রব। বিশেষভাবে সেজে উঠেছে রামের জন্মভূমি অযোধ্যা। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই একের পর এক চমক দেখতে পাচ্ছেন দেশবাসী। একতলা বাড়ির সমান তালা থেকে শুরু করে, ১৮০ ফুটের ধূপ, হনুমানের বিশালাকার মূর্তি সবকিছুতেই অভিনবত্বের ছোঁয়া। ইতিমধ্যে গর্ভগৃহে প্রবেশ করেছেন রামলালার মূর্তি। কষ্টি পাথরে তৈরি মূর্তিটির উচ্চতা ৫১ ইঞ্চি এবং ওজন ১৫০-২০০ কেজি। প্রায় ৮০০০ অতিথির উপস্থিতিতে আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার মূর্তি।

সারা পৃথিবী জুড়ে হাজার হাজার রাম ভক্তের অনুদানে তৈরি হয়েছে বিশালাকার এই মন্দির। প্রায় ৫০০০ কোটি টাকার অনুদান এসেছে। আধ্যাত্মিক গুরু এবং কথক মোরারি বাপু অযোধ্যায় রামমন্দিরের নির্মাণে সর্বাধিক অনুদান দিয়েছেন। রাম মন্দিরের জন্য তিনি দান করেছেন ১১.৩ কোটি টাকা। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে অবস্থিত তাঁর অনুসারীরাও সম্মিলিত ভাবে (Ram Mandir) বা পৃথক ভাবে ৮ কোটি টাকা দান করেছেন।

এই তালিকায় আছেন বলিউডের বিভিন্ন তারকা সহ সঙ্গীতশিল্পী ও খেলোয়াড়রা। অক্ষয় কুমার, হেমা মালিনী থেকে শুরু করে ক্রিকেটার গৌতম গম্ভীর সকলেই মন্দির নির্মাণে অনুদান দিয়েছেন। বছর দুই আগেই রাম মন্দির তৈরির জন্য জনসাধারণের কাছে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছিলেন অক্ষয় কুমার। সঙ্গে তিনি নিজেও এই মন্দির নির্মাণে প্রায় বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছেন। বলিউডের বাদশা কিং খান এই মন্দির নির্মাণে নিজের পকেট থেকে অনেকটাই খসিয়েছেন। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ মেলেনি তাঁর। কাশ্মিরী পণ্ডিত অভিনেতা পূর্বপুরুষদের শরণে দিয়েছেন জয় শ্রী রাম লেখা ইট দিয়েছেন অনুপম খের। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মন্দির নির্মাণে অনুদান দেওয়ার তালিকায় রয়েছেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Ram Mandir News: প্রকাশ্যে এল রামলালালার মূর্তি! তদন্তের দাবি প্রধান পুরোহিতের

অমিতাভ বচ্চনও রাম মন্দির (Ram Mandir) নির্মাণে অনুদান দেওয়া থেকে পিছুপা হননি। ক্রিকেটার গৌতম গম্ভীর দিয়েছেন নিজের সাধ্যমত কিছু অনুদান। এই তালিকা থেকে বাদ পড়েননি সংগীতশিল্পী সোনু নিগমও। এছাড়া টেলিপর্দার জনপ্রিয় মুখ গুরমিত চৌধুরী যিনি রামের চরিত্রে অভিনয় করেই সকলের মন জিতেছিলেন তিনিও মন্দির নির্মাণে বেশ কিছু লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন। এছাড়াও বিজেপি সমর্থক অভিনেতা মুকেশ মান্না, মনোজ যোশি, প্রণিতা সুভাষ এর মত তারকারাও রাম মন্দির তৈরিতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। যদিও কত টাকা আর্থিক সাহায্য করেছেন তা স্পষ্ট করে বলেননি কেউই।


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button