News

HS Result 2024 Check Online: রেজাল্টের দিন ঘোষণা উচ্চ মাধ্যমিকের? দেখে নাও কীভাবে অনলাইনে দেখবে

HS Result 2024 Check Online: গত 16th February থেকে 29th February রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা 2024. বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় বসেছিলেন প্রায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী।

Google News

HS Result 2024: গত 16th February থেকে 29th February রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা 2024 (HS Result 2024 Check Online). বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় বসেছিলেন প্রায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী। তবে সবমিলিয়ে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা শেষ মানেই অপেক্ষা ফলাফলের।

যেহেতু সামনে লোকসভা নির্বাচন তাই স্বাভাবিকভাবেই কবে পরীক্ষার ফলাফল কবে বেরোবে সেই নিয়ে চলছে জল্পনা। একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের মনের ভয় কাজ করছে তেমন রেজাল্ট জানতেও আগ্রহী সকলে। তাদেরই চিন্তার অবসান ঘটিয়ে জানানো হচ্ছে খুব শীঘ্রই বেরোবে রেজাল্ট (HS Result 2024 Check Online)।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

HS Result 2024 কবে বেরোবে উচ্চমাধ্যমিক রেজাল্ট?

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই শোনা যাচ্ছিল মে মাসের মধ্যেই রেজাল্ট বেরোতে পারে। এখনো অফিশিয়াল কোনওরকম তথ্য সামনে আসেনি তবে আশা করা হচ্ছে মে মাসের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন: Lakshmir Bhandar Online Status Check 2024: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে, চেক করুন আপনি পেয়েছেন কি না!

এরমধ্যে আরো একটি সন্দেহ প্রকট হচ্ছে তা হলো লোকসভা নির্বাচন। মনে করা হচ্ছে লোকসভা ভোটের কারণে নির্ধারিত সময়ের পরেও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। অর্থাৎ যদি মে মাসে ফলপ্রকাশ না হয়, তবে এই ফল প্রকাশের সময়কাল পিছিয়ে জুন মাস হতে পারে।

H.S Result 2024: কীভাবে চেক করবেন রেজাল্ট?

ফল প্রকাশের দিন দুপুর 12 থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
অনলাইনে যেভাবে নিজেদের রেজাল্ট চেক করবেন-

উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

এরপর “Higher Secondary Result 2024” অংশে ক্লিক করতে হবে‌।

“Enter Your Registration No” এই অপশনে নিজের রেজিস্ট্রেশন নম্বরটি টাইপ করতে হবে।

এরসাথেই দিতে হবে “Date Of Birth” অংশে নিজের জন্মতারিখ।

উপরোক্ত পদক্ষেপ গুলি সম্পূর্ণ হলে ‘Submit’ বাটনে ক্লিক করুন।

এরপরেই আপনার সামনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট সামনে আসবে।

H.S Result 2024: কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখবেন (HS Result 2024 Check Online)?

উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত অনেক ওয়েবসাইট আছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত উচ্চ মাধ্যমিক 2024 রেজাল্ট দেখার ওয়েবসাইট গুলি হল-

www.wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।
Back to top button