Informative

WB Government Schemes 2024: ঢুকছে একাধিক প্রকল্পের টাকা, না পেলে কী করবেন? দেখুন লিস্টে আপনার নাম আছে কি না!

WB Government Schemes: মার্চ শেষ হয়েছে এখন এপ্রিল মাস, চলছে নতুন অর্থবছর। আর এই নতুন অর্থবর্ষে একাধিক প্রকল্পে টাকা ঢোকার কথা রয়েছে।

Google News

WB Government Schemes: মার্চ শেষ হয়েছে এখন এপ্রিল মাস, চলছে নতুন অর্থবছর। আর এই নতুন অর্থবর্ষে একাধিক প্রকল্পে টাকা ঢোকার কথা রয়েছে। একদিকে বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। চলতি মাস থেকে বর্ধিত হারে টাকা পেতে শুরু করেছেন সুবিধাভোগীরা। অপরদিকে এপ্রিল মাসে আরো বেশ কিছু প্রকল্পে টাকা ঢুকবে। আজকের প্রতিবেদনে দেওয়া হলো সেই তালিকায়।

আরও পড়ুন: HS Result 2024 Check Online: রেজাল্টের দিন ঘোষণা উচ্চ মাধ্যমিকের? দেখে নাও কীভাবে অনলাইনে দেখবে

আপনি কি পশ্চিমবঙ্গের কোনো প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন? তাহলে জেনে নিন এই মাসে সেই প্রকল্পের টাকা কবে ঢুকবে। কে কত টাকা পাবে সমস্ত হিসেব রইল আজকের প্রকল্পে। তথ্য অনুযায়ী বর্তমানে মোট ১১ টি প্রকল্পের টাকা ঢোকার কথা রয়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

WB Government Schemes: কোন কোন প্রকল্পে টাকা ঢুকবে?

  • কন্যাশ্রী প্রকল্প
  • শস্য বীমা যোজনা
  • রুপশ্রী প্রকল্প
  • বিধবা ভাতা
  • লক্ষ্মীর ভান্ডার
  • যুবশ্রী প্রকল্প
  • ইমাম ভাতা
  • লোক প্রসার প্রকল্প
  • বার্ধক্য ভাতা
  • পুরোহিত ভাতা
  • মানবিক প্রকল্প

WB Government Schemes: কোন খাতে কত টাকা ঢুকবে?

চলতি মাসে টাকা ঢুকতে চলেছে কন্যাশ্রী প্রকল্পে‌। সাধারণত এই প্রকল্পের আওতায় থাকা কন্যাদের অর্থাৎ অবিবাহিত মেয়েদের ২৫ হাজার টাকা করে দেওয়া হয়।

দরিদ্র পরিবারে মেয়েদের বিয়ের জন্য রুপশ্রী প্রকল্পে ২৫০০০ টাকা ঢুকবে এই মাসে।

শস্য বীমা যোজনার অধীনে পুরুষ এবং মহিলারা পাবেন 2000 থেকে 50 হাজার টাকা।

এই মাসে বিধবা মহিলারাও পাবেন বিধবা ভাতা। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে হাজার টাকা।

সব থেকে আকর্ষণীয় এই মাসের লক্ষ্মীর ভান্ডারে টাকা। কারণ এই মাস থেকে বর্ধিত হারে টাকা পাবেন উপভোক্তারা। সাধারণ ক্যাটাগরির মহিলারা যারা ৫০০ টাকা পেতেন তারা হাজার টাকা পাবেন। আর তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে মিলবে ১২০০ টাকা যা আগে ছিল হাজার টাকা।

এই মাসে টাকা ঢুকবে যুবশ্রী প্রকল্পেও। এই প্রকল্প অনুযায়ী ছেলে এবং মেয়েরা সাধারণত ১৫০০ টাকা করে পেয়ে থাকেন।

ইমাম ভাতা প্রকল্পে ইমাম ক্যাটাগরির মানুষরা ৩০০০ টাকা করে পাবেন এই মাসে।

সংগীত শিল্পীদের জন্য রয়েছে লোক প্রসার প্রকল্প। লোকপ্রসার প্রকল্প অনুযায়ী ১০০০ টাকা করে প্রত্যেক মাসে পেয়ে থাকেন তারা। এমাসেও এই টাকা পেতে চলেছেন তারা।

বার্ধক্য ভাতার আওতায় পুরুষ ও মহিলারা হাজার টাকা পাবেন।

সংখ্যালঘু ব্রাহ্মণদের জন্য রয়েছে পুরোহিত ভাতা। এমাসে সেই টাকাও ঢুকবে উপভোক্তাদের।

প্রতিবন্ধীরা মানবিক প্রকল্পের আওতায় হাজার টাকা পাবেন এই মাসে।

WB Government Schemes: কিভাবে আবেদন করবেন প্রকল্পের জন্য?

এখনো পর্যন্ত আবেদন না করে থাকলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। প্রকল্পে নিজের নাম অন্তর্ভুক্ত করতে শর্তাবলী দেখে, প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন জানান।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button