News

Lakshmir Bhandar Online Status Check 2024: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে, চেক করুন আপনি পেয়েছেন কি না!

Lakshmir Bhandar: লোকসভা ভোটের আগে রাজ্য সাধারণ বাজেট লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করেছিল মমতা সরকার। জানিয়ে দেওয়া হয়েছিল মহিলাদের মানোন্নয়নের জন্য এবার ৫০০ টাকার বদলে মিলবে হাজার টাকা।

Google News

Lakshmir Bhandar: লোকসভা ভোটের আগে রাজ্য সাধারণ বাজেট লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করেছিল মমতা সরকার। জানিয়ে দেওয়া হয়েছিল মহিলাদের মানোন্নয়নের জন্য এবার ৫০০ টাকার বদলে মিলবে হাজার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই প্রকল্পের বর্ধিত অর্থবর্ষে কার্যকর হবে বলে জানা গিয়েছিল। অর্থাৎ সোমবার 1st April থেকে তা বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কবে থেকে ব্যাংকের একাউন্টে টাকা ঢুকতে শুরু করবে মহিলাদের? চলুন এই সম্পর্কে জেনে নেয়া যাক বিস্তারিত।

আরও পড়ুন: Ditipriya Roy: প্রেম করছেন দিতিপ্রিয়া, কে তাঁর মনের মানুষ? রইল আসল পরিচয়

একুশে ভোটের পূর্বে বাংলার রোজগারহীন মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে স্বপ্নের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। একুশে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর ক্ষমতায় এসে সেই কথা কথায় রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 24 এর ভোটের আগে আরো সিদ্ধান্ত নিয়েছেন সরকার। এবার 500 এর বদলে উপভোক্তাদের 1000 টাকা দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

Lakshmir Bhandar: কবে থেকে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা?

1st April ব্যাঙ্ক বন্ধ থাকায় এই প্রকল্পের উপভোক্তাদের একাউন্টে টাকা ঢুকতে আরো একদিন সময় বেশি লেগেছে। নবান্ন সূত্রের খবর মঙ্গলবার সকাল থেকেই অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার থেকে মহিলারদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত অর্থ আসতে শুরু করেছে বলেই খবর।

লক্ষ্মীর ভান্ডারের বাবদ কত টাকা খরচ হবে সরকারের?

রাজ্য সরকার সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডারের বাবদ এই মাসে খরচ পড়বে 2230 টাকা।

কোন উপভোক্তারা কতো টাকা পাবেন (Lakshmir Bhandar Online Status Check 2024)?

এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা যারা 500 টাকা করে পেতেন তারা 1000 টাকা করে পাবেন। তপশিলি জাতি বা উপজাতি যারা 1000 টাকা পান তারা পাবেন 1200 টাকা।

কীভাবে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন?

মোবাইল নম্বর দিয়ে লক্ষী ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এখানে লক্ষী ভান্ডারের স্ট্যাটাস চেক করার অপশন পাবেন। এই পেজটি ওপেন হওয়ার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে।

এবার একটি মোবাইল নাম্বার দেওয়ার জায়গা দেখতে পাবেন। সেখানে লক্ষী ভাণ্ডারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি দিন। এরপর ক্যাপচা কোড পূরণ করে সার্চ অপশনের মাধ্যমে নিজের স্ট্যাটাস দেখতে পাবেন সুবিধাভোগী।

আধার কার্ড দিয়ে কীভাবে লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar Online Status Check 2024) স্ট্যাটাস চেক করবেন?

এর জন্য প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। উপযুক্ত আধার ও ক্যাপচা কোড দিয়ে সার্চ বটমে ক্লিক করুন। এবার আপনার স্ক্রিনের সামনে দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button