News

WB Gram Panchayat Recruitment 2024: পঞ্চায়েতে ফর্ম ফিলাপ শুরু, মাধ্যমিক পাসে ৬,৬৫২টি শুন্যপদে নিয়োগ

WB Gram Panchayat Recruitment 2024: পঞ্চায়েতে ফর্ম ফিলাপ শুরু, মাধ্যমিক পাসে ৬,৬৫২টি শুন্যপদে নিয়োগ

Google News

WB Gram Panchayat Recruitment 2024:
কয়েকদিন আগেই ত্রিস্তরীয় পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মোট ১৯ টি পোস্টে বিপুল চাকরি দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার।

বর্তমানে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের ওয়েবসাইটে তারই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনই বিভিন্ন পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। কবে থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা, কতদিন থাকবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া! চলুন এই সম্পর্কিত বিস্তারিত জেনে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

WB Gram Panchayat Recruitment 2024: কীভাবে আবেদন করবেন?

বর্তমানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (WBPRMS) নামক একটি পোর্টাল ওপেন করা হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর শূন্য পদের ভিত্তিতে আবেদন জানাতে পারবেন।

WB Gram Panchayat Recruitment 2024:
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

আবেদন করতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। নিম্নে পদ্ধতি দেওয়া হলো-

প্রথমে বৈধ মোবাইল নম্বর দিয়ে এন্ট্রি করুন।তারপর বৈধ email ID দিন। এরপর নিজের নাম, জন্ম তারিখ, জেন্ডার উল্লেখ করতে হবে। এবার নিজের পাসওয়ার্ড তৈরি করে প্রদর্শিত ক্যাপচা কোড এন্ট্রি করুন ও সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন। সবশেষে প্রাপ্ত ওটিপি দিয়ে নিজের আইডি ভেরিফাই করে নিন।

কীভাবে লগইন করবেন?

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজস্ব আইডি ক্রিয়েট হবে এরপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে Log in করতে হবে। এরজন্য –

রেজিস্টার মোবাইল নাম্বার লিখুন। রেজিস্ট্রেশন করার সময় তৈরী করা পাসওয়ার্ড দিন। ক্যাপচা কোড দিয়ে এন্ট্রি করে লগইন করুন। লগইন করার সময় ড্যাশবোর্ড আসবে। সেখান থেকে বিভিন্ন অপশন পাবেন। এভাবে নিজেদের প্রোফাইল তৈরীর পদ্ধতি সম্পূর্ণ করুন।

কীভাবে আবেদন করবেন?

ড্যাশবোর্ড থেকে Recent Recruitment Drive এ যান। শূন্যপদের পাশে APPLY NOW এ ক্লিক করুন। যে আবেদনপত্র দেখতে পাবেন সেটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। অপশনগুলি সবুজ রং হলে Confirm and Save অপশনে ক্লিক করুন। এবার প্রার্থীদের Declaration চেকবক্সে ক্লিক করতে হবে।

Application Preview & Submit অপশনে ক্লিক করলে আবেদনকারীর আবেদন নথিভুক্ত হয়ে যাবে।cDownload Application থেকে আবেদনকারীদের Application Download করে নিতে হবে।

WB Gram Panchayat Recruitment 2024:
নিয়োগ পদ্ধতি:

সার্বিকভাবে একটি লিখিত পরীক্ষা হবে।এর সাথে যে পদে নিয়োগ করা হবে সেই পদ অনুযায়ী দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: WB Gram Panchayat Recruitment 2024: পঞ্চায়েতে ফর্ম ফিলাপ শুরু, মাধ্যমিক পাসে ৬,৬৫২টি শুন্যপদে নিয়োগ

পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় ভোটের পর আবেদন পত্র গ্রহণ করা শুরু করবে সংশ্লিষ্ট দফতর। জুনের মাঝামাঝি থেকে আবেদন পত্র গ্রহণ করা শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button