Viral

Viral Video: দূষণ রোধে প্লাস্টিকের বোতল সরাচ্ছে বাঘ! ভাইরাল ভিডিও দেখলে লজ্জা হবে

Google News

Viral Video: সময়টা যত গড়াচ্ছে ততই বেড়ে চলছে দূষণ। মানুষ সতর্ক না থাকার কারণে দাম দিতে হচ্ছে পরিবেশকে। বেড়ে চলছে শব্দদূষণ, বায়ুদূষণ জলদূষণ এর মতো ঘটনা। এমন সময় বারবার সাবধান করেও কোনও কাজ হচ্ছে না। বেড়ে চলছে গ্রীন হাউসের প্রভাব। প্রত্যেক বছরই লাফিয়ে লাফিয়ে গরম বাড়ছে। যা মানুষের সহ্য সীমার উপরে উঠে যাচ্ছে।

আরও পড়ুন: Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা শেষেই এ কি করেছেন ছাত্র-ছাত্রীরা! জানলে অবাক হবেন

সমাজ মাধ্যমের দৌলতে বর্তমানে ভাইরাল হয়ে থাকে অনেক কিছুই। কখনও কোনও ভিডিও মানুষকে দিয়ে যায় শিক্ষা আবার কখনও এর নেতিবাচক দিকেও দেখা যায়। আজকাল সবকিছুই এখন হাতের মুঠোফোনে বন্দি। যখন মানুষ যেরকম খুশি চায় তখনই পৌঁছে যেতে পারে পৃথিবীর বিভিন্ন কোণায় কোণায়।

আজকাল ফেসবুক ইনস্টাগ্রামের যুগে মানুষ ভুলে গিয়েছে নিজের প্রিয় মানুষজনদেরও। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও যা দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেকেই। এত পড়াশুনা এত সচেতনতার পরেও মানুষ যে ভুলগুলো করে যাচ্ছেন দিনের পর দিন সেই ভুলগুলোই আর একবার হয়তো চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই ভিডিওটি।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Viral Video: নির্মম অত্যাচার চলছে নিরীহ পশুর উপর, ভাইরাল ভিডিও দেখলে রেগে যাবেন

এই ভিডিও অনুযায়ী দেখা গিয়েছে একটি নিরীহ বাঘ জলের মধ্যে পড়ে থাকা একটি প্লাস্টিকের বোতলকে অন্যত্র কোথাও চলে যাচ্ছে। আমরা প্রত্যেকেই জানি প্লাস্টিক পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক। প্লাস্টিক এমনই একটা বস্তু যা কখনো মাটির সঙ্গে মিশতে পারে না। মিশতে পারে না জলের সঙ্গেও। যার ফলে সেগুলো দিনের পর দিন একই জায়গায় জমে দূষণ ঘটায় পরিবেশে। ডেকে আনে মারাত্মক বিপদ।

Viral Video

 

View this post on Instagram

 

A post shared by Deep Kathikar (@deepkathikar)

বিশেষ ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ভালোবাসায় ভরিয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। এছাড়াও নিজের পরিবার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অনেকেই। এই ভিডিও দেখে অনেকেরই বক্তব্য আমাদের শেখা উচিত।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button