News

Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা শেষেই এ কি করেছেন ছাত্র-ছাত্রীরা! জানলে অবাক হবেন

Google News

Madhyamik Exam 2025: শেষ হয়ে গিয়েছে চলতি বছরের মাধ্যমিক (Madhyamik Exam 2024)। তবে ঘোষণা হয়ে গিয়েছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিনও।

পরীক্ষা শেষেই ছাত্র-ছাত্রীরা যা করলেন তা দেখে রীতিমতো সবার চক্ষু চড়কগাছ। ছাত্র-ছাত্রীদের এমন কার্যকলাপ দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন আদৌ তাঁরা পাস করবেন কিনা। এমন অপরাধ ঘটিয়েছেন যা দেখে সকলেই মর্মাহত।

ঠিক কী করেছেন ছাত্রছাত্রীরা? স্বাভাবিকভাবেই, মাধ্যমিক পরীক্ষা শেষের পর ছাত্র-ছাত্রীদের জীবনে নেমে আসে মহা আনন্দের দিন। টানা চোদ্দ মাসেরও বেশি সময় ধরে যখন ছাত্র-ছাত্রীরা একটানা বইয়ের মধ্যে মুখ গুজে পড়াশুনা করে খুব স্বাভাবিকভাবেই তাঁদের এই বাধা ধরা একঘেয়ে জীবন থেকে ছুটি পেতে ইচ্ছা করে। যে ছুটির আনন্দ উপভোগ করেন একমাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার দিনে। প্রত্যেকবারই দেখা যায় ছাত্রছাত্রীরা নিজেরা নিজেদের মতো করে এই দিন উদযাপন করে থাকেন। এই উদযাপনের বিষয়টি মাথায় রেখে যে চিত্র সামনে এসেছে তা ভয়ংকর।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Bhooni Kichuri Recipe: পূজা-পার্বণ ছাড়াও বানাতে পারেন এই বিশেষ খিচুড়ি! রইল রেসিপি

দেখা দিয়েছে, যে বই ছাত্র-ছাত্রীদের মানুষ হতে শেখায়, যে বই গড়ে দেয় জীবনের মসৃণ পথ, সেই বইকেই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছেন তাঁরা। শুধু তাই নয়, কাগজের টুকরোগুলি ছড়িয়েছেন বড় রাস্তার ওপরেও। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর এলাকায়। যেসব ছাত্র-ছাত্রীরা এমন কাজ করেছেন তাঁদের এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন বাকি সহপাঠী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক মহলও। তাঁরা দাবি তুলেছেন তাঁদের কঠিনতম শাস্তির। এমত অবস্থায় আদৌ কিরকম শাস্তি দেওয়া হবে তা ঠিক করবে মধ্যশিক্ষা পর্ষদই।

আরও পড়ুন: Viral Video: মহিলাদের এমন জুতো মারামারি দেখেছেন কখনও! আসুন দেখে যান একবার

যদিও শোনা যাচ্ছে, যেহেতু সামনে ভোট তাই হয়তো সকল ছাত্র-ছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে যদিও মধ্যশিক্ষা পর্ষদ সাফ জানিয়ে দিয়েছে, যদি কোন ছাত্র-ছাত্রী তাঁদের স্কুলে প্রজেক্ট জমা না করে থাকে তাহলে তাঁদেরকে কোনওভাবেই পাশ করানো সম্ভব নয়। মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে গেলে অন্তত তুলতে হয় ৩০ নম্বর। যদি কোন ছাত্র-ছাত্রী শুধুমাত্র লিখিত পরীক্ষায় ১০ কিংবা ১৫ এর মত নম্বর পেয়ে থাকেন সেক্ষেত্রে প্রজেক্ট জমা দেওয়া না থাকলে কোনোভাবেই তাঁদের পাশ করানো হবে না। এক্ষেত্রে যাদের প্রজেক্ট জমা দেওয়া আছে তাদের লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট এর নম্বর যোগ করে ৩০ এর আশেপাশে নম্বর আসবে। যা শিক্ষক শিক্ষিকারা চাইলে পুরোপুরি ৩০ করে দিতে পারেন।


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button