Informative

Aadhaar Card Deactivation: বন্ধ করা হচ্ছে আধার কার্ড? এই ব্যক্তিরা হারাতে পারেন নাগরিকত্ব

Google News

Aadhaar Card Deactivation: বন্ধ হয়ে যাচ্ছে আধার কার্ড! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত সরকারের? বেশ ক’দিন ধরেই অভিযোগ শোনা যাচ্ছিল বিভিন্ন জায়গার মানুষেরা ইতিমধ্যেই নোটিস পেয়েছেন আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার। তবে প্রত্যেকে, কেন এমন নোটিশ পাচ্ছেন তা নিয়ে কেউই বুঝে উঠতে পারছেন না আসল ঘটনাটি। অনেকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করছিলেন লোকসভা ভোটের আগে কেন্দ্র এন আর সি আর সি এ এ নিয়ে রাজনীতি করতে চাইছে।

আরও পড়ুন: Viral Video: দূষণ রোধে প্লাস্টিকের বোতল সরাচ্ছে বাঘ! ভাইরাল ভিডিও দেখলে লজ্জা হবে

আধার কার্ড ডিএক্টিভেশন এর মেসেজ পেয়েছেন বর্ধমান জেলার একাধিক মানুষ। তাদের বাড়িতে ডাক মারফত পৌঁছে গিয়েছে চিঠিও। এই পরিস্থিতি সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার কক্ষে দাঁড়িয়ে বলেছেন, ‘‌উত্তরবঙ্গের চা–বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল করা হয়েছে। আমি প্রশাসনকে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে বলেছি। কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ। লোকসভা নির্বাচন আগেই আমি শুনলাম চা–বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিয়েছে। যাতে মানুষ ভোট দিতে না পারে।’‌ এই ঘটনা প্রসঙ্গে পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়ের বক্তব্য, ‘বিষয়টি আজই আমার নজরে এসেছে। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হঠাৎ কেন বন্ধ করা হচ্ছে আধার কার্ড?

এই প্রসঙ্গে উত্তর খুঁজতে গিয়ে আধার কার্ড কর্তৃপক্ষ সূত্র থেকে দাবি করেছেন, ‘কোনও বিদেশি নাগরিক ১৮২ দিন বা তার বেশি সময় বৈধ ভিসা নিয়ে ভারতে থাকলে তিনিও আধারের জন্য আবেদন করতে পারেন। কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অবৈধভাবে তিনি এ দেশে থাকলে তাঁর আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হতে পারে।’

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Viral Video: রাজ্যের লোকাল ট্রেনে এ কি অবস্থা, ভাইরাল ভিডিওটি দেখলে আঁতকে উঠবেন

এই প্রসঙ্গে তাদের আরো বক্তব্য, আধার কর্তৃপক্ষের অন্য একটি সূত্রের এক্ষেত্রে ব্যাখ্যা, ‘২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত যাঁরা আধার কার্ড করিয়েছেন, অনেক ক্ষেত্রে তাঁরা প্রয়োজনীয় নথিপত্র জমা দেননি। এখন আধার ডেটাবেস পরীক্ষা করে তেমন ব্যক্তিদের নোটিস পাঠানো হচ্ছে। তাঁরা আধার কার্ডের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিলে আবার তা অ্যাক্টিভেট করে দেওয়া হবে।’

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button