Informative

Tax Savings For Senior Citizen 2024: বয়স্ক মানুষদের আর ১ টাকাও দিতে হবে না! কর ছাড়ে দারুণ সুবিধা

Google News

Tax Savings For Senior Citizen 2024: বর্তমানে প্রত্যেক মানুষই ট্যাক্স নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অনেকেই বুঝে উঠতে পারেন না কোথায় বিনিয়োগ করলে ট্যাক্স সাশ্রয় করতে পারবেন! বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য কীভাবে তাঁরা নিজেদের ট্যাক্স বাঁচাবেন তা নিয়ে অনেকটি দেখা যায় চিন্তায় পড়তে। তবে এবার সুখবর, ট্যাক্স নিয়ে আর থাকবে না কোন চিন্তা। প্রবীণ নাগরিকরা ব্যাংকে গিয়ে এই ছোট্ট কাজ করলেই কেল্লাফতে। কাটবেনা এক টাকা ট্যাক্সও।

এবার জেনে নেওয়া যাক কীভাবে প্রবীণ নাগরিকরা নিজেদের ট্যাক্স বাঁচানোর জন্য সেরা বিকল্পগুলি বেছে নিতে পারবেন। যে বিকল্পগুলি তাঁদের ট্যাক্স বাঁচাবে লক্ষ লক্ষ টাকা।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আয়কর আইন ১৯৬১ এর ধারা 80C অনুযায়ী কোনও ব্যক্তি ট্যাক্স সঞ্চয় ফিক্সড ডিপোজিটে নিজের উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারেন। এই বিভাগের অধীনে যেকোনও ব্যক্তি দেড় লক্ষ টাকা পর্যন্ত বাঁচাতে সক্ষম হন। এক্ষেত্রে যদি প্রবীণ নাগরিকেরা বেছে নেন ট্যাক্স সাশ্রয়ী ফিক্সড ডিপোজিট এর মতো স্কিম তাহলে সেখানে খুব সহজেই তাঁরা নিজেদের উদ্দেশ্য পূরণ করতে পারবেন।

আরও পড়ুন: Weather: বিদায় নেবে শীত, ধেয়ে আসবে পশ্চিমী ঝঞ্ঝা! যা বলছে হাওয়া অফিস

কারা এই সুবিধা পাবেন?

৬০ বছর বেশি বয়সী মানুষেরা অর্থাৎ সিনিয়র সিটিজেনরা এই সুবিধা পাবেন। আয়করের ধারা অনুযায়ী তাঁরা ট্যাক্স সাশ্রয় করতে পারবেন দেড় লক্ষ টাকা ওপরে। এর সঙ্গে প্রত্যেক আর্থিক বছরে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও তাঁরা দাবি জানাতে পারবেন। এই বিষয়টি কার্যত ফিক্সড ডিপোজিটে প্রাপ্ত সুদের ক্ষেত্রেও প্রযোজ্য।

প্রতিবছর একজন প্রবীণ নাগরিকদের কত বিনিয়োগ করা উচিত?

যদি কোনও প্রবীণ নাগরিক নিজের ট্যাক্স সাশ্রয় করতে চান সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের মাত্র দেড় লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। এমন পরিস্থিতিতে তাঁর সমস্ত অর্থ এক অ্যাকাউন্টে রাখার পরিবর্তে ছোট ছোট অংশের ভাগ করে বিভিন্ন ট্যাক্স সেভিংস এফডিতে বিনিয়োগ করতে হবে। যাতে সেই ব্যক্তি সম্পূর্ণ ছাড়ের বিশেষ সুবিধা ভোগ করতে পারেন।

আরও পড়ুন: Viral Video: হোস্টেলের এ কি হাল, কেঁদেই চলেছেন ছাত্রীরা! সব ঠিক আছে তো?

কত বছরের জন্য এফডি করতে হতে পারে?

সাধারণত ট্যাক্স সেভিংস এফডির মেয়াদ ৫ বছর হয়ে থাকে। এটি মেয়াদপূর্তির পর অনেকটাই সুদ পেয়ে থাকেন তাঁরা। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটি এক ধরনের ক্রমবর্ধমান স্থায়ী আমানত স্কিম যেখানে লক ইন পিরিয়ডের সময় যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে তার নমিনি মেয়াদবর্তীর আগেই টাকা তুলে নিতে পারবেন।

TDS কী?

যদি কোনও ব্যক্তি প্রত্যেক বছর ৪০ হাজার টাকার বেশি সুদ পেয়ে থাকেন সেক্ষেত্রে তাকে সরকারকে আলাদা করে ট্যাক্স দিতে হবে। যদিও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই ছাড়ের সীমা দেওয়া হয় ৫০ হাজার টাকা অবধি। মেয়াদপূর্তির সময়কালে ব্যাংক টিডিএস কাটার পরে গ্রাহককে তাঁর প্রাপ্য অর্থ ফেরত দিয়ে থাকেন।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button