Tech

Free OTT: অনলাইনে মুভি ডেট, ভ্যালেন্টাইন্স ডের আগে সব ফ্রি

Google News

Free OTT:  গ্রাহকদের মুখে হাসি ফোটাতে একের পর এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান এনে চলেছে টেলিকমিউনিকেশন সংস্থাগুলি। বর্তমানে সকলের প্রিয় স্থানে নাম লিখিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও(Reliance Jio)। ইতিমধ্যে অনেকেই ভোডাফোন থেকে কিংবা এয়ারটেল থেকে নিজেদের সিম পোর্ট করিয়ে নিয়েছেন জিওতে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই অভিনব উদ্যোগ নিচ্ছে রিলায়েন্স জিও।

সামনে Valentine day এবং সরস্বতী পুজো। সেই উপলক্ষে কি রিলায়েন্স জিও নিয়ে হাজির তাদের দুর্দান্ত এই রিচার্জ প্ল্যানটি? গতকাল অর্থাৎ ১১ই ফেব্রুয়ারি এমনই একটি রিচার্জ প্ল্যান সকলের সামনে আনা হয়েছে রিলায়েন্স জিওর পক্ষ থেকে, যা দেখে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগছে!

Free OTT

রিচার্জ প্ল্যান অনুযায়ী মিলছে বিনামূল্যে নেটফ্লিক্স (Netflix) এবং আমাজন প্রাইমের (Amazon Prime) মতো OTT প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, এর সঙ্গে মিলছে Unlimited Data এবং Unlimited Calling এর সুবিধাও।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

যদি আলাদা করে কোনও গ্রাহক নেটফ্লিক্স (Netflix) বা আমাজন প্রাইমের মতো OTT প্ল্যাটফর্ম এর Subscribe করতে যান তাহলে প্রতিমাসে তাঁদের খরচ হতে পারে বিপুল পরিমাণ অর্থ। তবে যদি কোনও গ্রাহক জিওর প্রিপেইড সিম ব্যবহার করেন তাহলে এত টাকাও তাঁকে খোয়াতে হবে না। বাঁচবে মোটা অংকের টাকা।

আরও পড়ুন: Mini Switzerland: কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ভারতের মিনি সুইজারল্যান্ড! 

সম্প্রতি যে প্ল্যান নিয়ে আমাদের এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে তা হল জিওর ১৪৯৯ টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী একজন গ্রাহক যা সুবিধা পাচ্ছেন তা তার প্রতিমাসে হাজার হাজার টাকা সাশ্রয় করতে সক্ষম। যদি কেউ OTT প্লাটফর্ম এর মতো জায়গায় সিনেমা দেখতে পছন্দ করেন তবে তাকে আলাদা করে কোনোভাবেই কোনও OTT সাবস্ক্রিপশন নিতে হবে না। এই প্ল্যানটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বিনোদনপ্রেমী মানুষদের জন্য।

আরও পড়ুন: Weather Update: সরস্বতী পূজার দিন দিনভর বৃষ্টি! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি সতর্কতা

এবার দেখে নেওয়া যাক এই প্ল্যানের মধ্যে কী কী সুবিধা অন্তর্ভুক্ত করা রয়েছে!

এই প্ল্যান অনুযায়ী উপলব্ধ সুবিধাগুলি হল প্রথমেই সমস্ত গ্রাহকেরা নেটফ্লিক্স এর একটি বেসিক প্ল্যানের এক মাসের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। শুধুমাত্র এই প্ল্যানের বৈধতা নেটফ্লিক্স এর জন্য নয়, উপলব্ধ থাকবে আমাজন প্রাইমের জন্যেও। নেটফ্লিক্স আমাজনের পাশাপাশি থাকছে ডিজনি প্লাস হটস্টার এবং জি ফাইভ এর মতো শক্তিশালী প্লাটফর্মগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশনও। এছাড়াও থাকছে আনলিমিটেড ডেটা আনলিমিটেড কলিং এর সুবিধা এবং প্রত্যেকদিন ১০০টি এসএমএসের সুবিধা।


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?