News

Rishi Sunak: জাতীয় বীমা ‘অন্যায়’ এবং ‘অপ্রয়োজনীয়ভাবে জটিল’- বিস্ফোরক দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Rishi Sunak: যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক।

Google News

Rishi Sunak: যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটেনের ওয়েস্টমিনস্টারের ধনী রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করার পর সেই জায়গায় স্থলাভিষিক্ত হন।

৪১ বছর বয়সী ঋষি সুনাক, ২০২০-২০২২ সাল পর্যন্ত এক্সচেকারের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর পূর্বে তিনি ২০১৯-২০২০ সাল পর্যন্ত ট্রেজারির মুখ্য সচিব পদে নিজের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: Sabur Luchi: আটা-ময়দা ভুলে খেয়ে দেখুন সাবুর এই লুচি, রইল সহজ রেসিপি

সম্প্রতি তাঁর একটি মন্তব্য হইচই ফেলে দিয়েছে চারদিকে। প্রধানমন্ত্রী দক্ষিণ ইয়র্কশায়ারের মাল্টবিতে একটি পাবে বলেছিলেন যে জাতীয় বীমা ‘অন্যায়’ কারণ এটি কাজের উপর ট্যাক্স এবং এটি ‘অপ্রয়োজনীয়ভাবে জটিল’। সঙ্গে তিনি পরবর্তী সংসদে জাতীয় বীমা বাতিল করার জন্য তার “দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষাও” তুলে ধরেছিলেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: ১৫ মার্চের পরেও এই ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন Paytm Wallet! জেনে নিন বিস্তারিত

প্রধানমন্ত্রী সাউথ ইয়র্কশায়ারের একটি পাব-এর অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তাঁর কথায় জাতীয় বীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এটি কাজের উপর প্রদত্ত ট্যাক্স অর্থাৎ যারা কাজ করেন তারা দ্বিগুণ ট্যাক্স প্রদান করছেন। একবার আয়কর এবং তারপর আবার জাতীয় বীমায়। তিনি জানান এটি অবশ্যই অপ্রয়োজনীয় এবং জটিল কারণ সেই সমস্ত অর্থ শেষ পর্যন্ত একই পাত্রে যায় এবং একই পাবলিক সার্ভিসের তহবিল। সুনাকের কথায়, এটি অন্যায্য কারণ এইক্ষেত্রে একবার নয় বরং দুবার কর প্রদান করা হচ্ছে। এই সিদ্ধান্তে অটল থাকলে মাত্র £900 ট্যাক্স কম হবে তা নয় আগামী সংসদে সময়ের সঙ্গে সঙ্গে সেই দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষা সত্যিই অগ্রগতি লাভ করবে।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button