News

DSSSB Peon Recruitment 2024: পিয়ন পদে নিয়োগ, মাধ্যমিক পাসেই করতে পারবেন আবেদন

DSSSB Peon Recruitment 2024: যারা চাকরির খুঁজছেন আর চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য সুখবর! এই মুহূর্তে বেশ কয়েকটি সুযোগ উপস্থিত হয়েছে।

Google News

DSSSB Peon Recruitment 2024: যারা চাকরির খুঁজছেন আর চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য সুখবর! এই মুহূর্তে বেশ কয়েকটি সুযোগ উপস্থিত হয়েছে। সম্প্রতি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড অর্থাৎ DSSSB পিয়ন নিয়োগের একটি করতে ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে পিয়ন/অর্ডলি/ ডাকপিয়ন প্রসেস সার্ভারের ১০২টা শূন্যপদ রয়েছে। এই নিয়োগের যোগ্যতার মানদণ্ড পূরণকারীরা অনলাইনে আবেদন জানাতে পারেন। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

DSSSB Peon Recruitment 2024: কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?

20th মার্চ 2024 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 18th april.

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Nachiketa Dhansiri: বাবার যোগ্য উত্তরসূরী, দুর্দান্ত গান গেয়ে তাক লাগালেন নচিকেতার মেয়ে ধানসিঁড়ি

আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা কি?

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাস হতে হবে।

হালকা মোটরগাড়ি(LMV) কমপক্ষে দু বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করার জন্য বয়স কত হওয়া প্রয়োজন?

আবেদনকারীর বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে।

DSSSB পিয়ন নিয়োগের ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া কী?

প্রথমে লিখিত পরীক্ষা হবে। তারপর হবে ইন্টারভিউ।

পরীক্ষায় কি কি বিষয়ে থাকবে?

মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। তারমধ্যে থাকবে ২৫ নম্বরের Arithmetic, ২৫ নম্বরের English, ২৫ নম্বরের Hindi, ২৫ নম্বরের General knowledge & current affairs.

মোট ১২০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা।

প্রত্যেকটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

উল্লেখ্য ইন্টারভিউতে কল পেতে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৫০ শতাংশ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ৪৫ শতাংশ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন:WB Government Schemes 2024: ঢুকছে একাধিক প্রকল্পের টাকা, না পেলে কী করবেন? দেখুন লিস্টে আপনার নাম আছে কি না!

DSSSB পিয়ন নিয়োগের ক্ষেত্রে আবেদনের ফি কত?

General ক্যাটাগরির ক্ষেত্রে ১০০ টাকা। রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না।

DSSSB Peon Recruitment 2024: কিভাবে আবেদন জানাবেন?

এক্ষেত্রে প্রথমেই DSSSB এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হল- https://dsssbonline.nic.in/

এরপর DSSSB Peon Recruitment 2024 Online Apply link এ ক্লিক করতে হবে।

instraction ভালো করে পড়ে Apply Online Linkএ ক্লিক করুন। ও Application Form ওপেন করুন।

সঠিকভাবে Form পূরণ করুন।

এবার ডকুমেন্ট আপডেট করার পর আবেদন ফি দিয়ে সাবমিট বটমে ক্লিক করুন।

চাকরি সম্পর্কিত আরও খবর পেতে এই পেজে ফলো করতে ভুলবেন না।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button