News

Job Interviews Scam 2024: চাকরি দেওয়ার নামে প্রতারণা, ব্যাংক থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা

Job Interviews Scam 2024: কোভিডের পর চাকরির বাজারে যে মন্দা দেখা দিয়েছে তা এখনো বহাল রয়েছে। পড়াশোনা শেষ করে হন্যে হয়ে চাকরি খুঁজছেন প্রতিটি মানুষ।

Google News

Job Interviews Scam 2024: কোভিডের পর চাকরির বাজারে যে মন্দা দেখা দিয়েছে তা এখনো বহাল রয়েছে। পড়াশোনা শেষ করে হন্যে হয়ে চাকরি খুঁজছেন প্রতিটি মানুষ। আজকের দিনে চাকরির খোঁজে অনেকেই ইন্টারনেটের উপর ভরসা রাখেন।

আবার অনলাইনে মাধ্যমে ঘরে বসে ইন্টারভিউ দিয়ে থাকেন অনেকে। আর সাম্প্রতিক সময় অনলাইনের প্রতি চাকরি প্রার্থীদের এই নির্ভরতাকেই কাজে লাগাচ্ছেন স্ক্যামাররা। আজকের দিনে অনলাইন মারফত অনেকে চাকরি পেয়ে থাকেলও কিছু কিছু প্রতারণারও শিকার হয়েছেন।

Job Interviews Scam 2024

সম্প্রতি তেমনই একটি ঘটনা শেয়ার করেছেন X হ্যান্ডেল ব্যবহারকারী। ব্যক্তিটি নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, X হ্যান্ডেল থেকেই একটি প্রতিশ্রুতিশীল কোম্পানির তরফে ডিএম পেয়েছিলেন তিনি। ব্র্যান্ডটি সম্পর্কে বিশেষ অবগত না থাকায় তিনি বুঝতে পারেননি যে চাকরির ইন্টারভিউ এবং আবেদন প্রক্রিয়ার আড়ালে তাঁদের প্রধান উদ্দেশ্য ছিল অর্থ চুরি করা।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Aloo Potoler Korma: ভাতের সঙ্গে খাওয়ার জন্যে বানিয়ে ফেলুন পটলের এই ইউনিক রেসিপি, একবার খেলে মুখে লেগে থাকবে

ব্যক্তিটিকে ডিসকর্ডে জয়েন করার জন্য একটি লিংক পাঠানো হয়। ব্যক্তিটি সেই লিঙ্কে জয়েন করলে তাঁকে চাকরি সম্পর্কিত বেশ কিছু প্রশ্নও জিজ্ঞাসা করা হয় কোম্পানির তরফে। এরপর তাঁকে একটি সার্ভারে যোগদান করানো হয়।

আরও পড়ুন:Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি? করুন এই ছোট্ট কাজ, আজকেই টাকা ঢুকবে

সবকিছু প্রক্রিয়া হয়ে যাওয়ার পর এইচআর দ্বারা ব্যক্তিটিকে একটি সাক্ষাৎকার লিংক প্রেরণ করা হয়। তিনি বিশ্বাস করে সেই লিঙ্কটি ক্লিক করে ডাউনলোড করার পরই তাঁর ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যায়। যা ডিজিটাল ওয়ালেট নষ্ট করতে সক্ষম। এমনভাবে প্রায় ২৪,০০০ টাকা খোয়া যায় ব্যক্তিটির।

আরও পড়ুন: Darjeeling Tour: কম খরচে বেড়াতে যাবেন! ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে, স্বর্গ দেখবেন চোখের সামনে

প্রসঙ্গত উল্লেখ্য, আজকের দিনে অনেকেই অর্থ সঞ্চয়ের জন্য ডিজিটাল ওয়ালেট ব্যবহার করেন এবং হ্যাকারদের প্রধান উদ্দেশ্য হলো এই ওয়ালেটগুলিকে নষ্ট করা। ইদানিং হ্যাকাররা চাকরির প্রলোভন দেখিয়ে এইভাবে টাকা চুরি করছেন।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button