News

Weather Update: সরস্বতী পূজার দিন দিনভর বৃষ্টি! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি সতর্কতা

Google News

Weather Update: সরস্বতী পূজার দিন দিনভর বৃষ্টি! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি সতর্কতা (Weather Update) চলতি বছর বাঙালির প্রেম দিবসের দিনই ইংরেজির ভ্যালেন্টাইন্স ডে। যার কারণে কাপলদের সোনায় সোহাগা। তবে কেমন থাকবে সরস্বতী পুজোর দিন আবহাওয়ার পরিস্থিতি! রৌদ্র ঝলমলে আকাশ নাকি বৃষ্টিমুখর সারাদিন কী বলছে হাওয়া অফিস!

আরও পড়ুন: Mini Switzerland: কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ভারতের মিনি সুইজারল্যান্ড! 

বেশ কয়েকদিন ধরেই বঙ্গে তাপমাত্রার পারদ নিম্নমুখী। এমনকি বেশ কয়েক জেলায় চলছিল শৈতপ্রবাহের সতর্কতাও। আর এই মাঝেই সরস্বতী পূজোর আগে দুঃসংবাদ শোনালো হাওয়া অফিস। জানা যাচ্ছে, পুবালি বাতাসে ধাক্কা খেতে চলেছে শীত। সঙ্গে জারি বৃষ্টির পূর্বাভাস। তবে রবিবার ও সোমবার কোনোরকম বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যের জেলাগুলিতে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আবহাওয়া থাকবে শুষ্ক। তবে আগামী একদিনে শৈত্যপ্রবাহ চলবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ১৩ই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে। সরস্বতী পূজার দিন বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। ১৪ ফেব্রুয়ারি হালকা বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। আকাশ থাকবে মেঘলা। সোমবার থেকে দক্ষিণবঙ্গে সর্বাধিক তাপমাত্রা বাড়তে চলেছে ২-৪ ডিগ্রি। কলকাতায় বৃষ্টিপাত না হলেও আগামী ১৪-১৫ ফেব্রুয়ারি আকাশ মেঘলা থাকবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোতবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ১৪ই ফেব্রুয়ারি মালদহে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তাপমাত্রা হতে চলেছে ২-৪ ডিগ্রি সেলসিয়াস।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button