Offbeat

Mini Switzerland: কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ভারতের মিনি সুইজারল্যান্ড! 

Google News

Mini Switzerland: বিদেশে কোথায় ঘুরতে যেতে চাও! আগে সুইজারল্যান্ড তারপর প্যারিস! ছোটো থেকে কমবেশি সকলে এমনই উত্তর দিয়ে এসেছি আমরা। মনে একরাশ ইচ্ছা থাকলেও অনেক সময় পূরণ হয়ে ওঠে না পর্যাপ্ত টাকার অভাবে। তবে আর নেই কোনো চিন্তা, এবার সেই আশাই পূরণ হতে চলেছে সকলের। পাসর্পোর্ট ভিসা-সহ মোটা অংকের খরচা ছাড়াই সুযোগ মিলছে সুইজারল্যান্ডে ঘোরার।

আরও পড়ুন: Jaya Ahsan: বন্ধু’র থেকে নাকি টলিউডে ‘শত্রু’ বেশি জয়ার?

Mini Switzerland

সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখার সুবিধা মিলছে এবার ভারতেই! তাও আবার, একটা, দু’টো নয়! ভারতের বুকেই রয়েছে চার চারটি মিনি সুইজারল্যান্ড!

কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ভারতের মিনি সুইজারল্যান্ড!

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

লম্বা ছুটি নিয়ে দূরে ভ্রমণ করতে যাওয়া এখন অতীত। নিউ নরম্যালের সঙ্গে সাযুজ্য রেখে বাঙালি মজেছে অফবিট ভ্রমণে। সপ্তাহে মিলছে মাত্র দুদিনের ছুটি আর সেই ছুটিতেই একঘেয়ে জীবনের স্বাদ বদল করতে নতুন জায়গার খোঁজ করছেন ভ্রমণ প্রেমীরা। ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছেন রওনা। তবে ভ্রমণপ্রেমীদের কাছে কিন্তু সুইজারল্যান্ড স্বপ্নের শহর। কিন্তু মধ্যবিত্ত পরিবারে এই স্বপ্নের বাস্তবায়নের সুযোগ আর কোথায়? সুইজারল্যান্ডে ঘুরতে যেতে হলে পকেট থেকে খসাতে হবে মোটা অঙ্কের টাকা। যা অনেকের ক্ষেত্রেই বেশ কষ্টকর।

একবার ভাবুন তো দুম করে যদি ঘুরে আসা যায় সুইজারল্যান্ড থেকে? ব্যাপারটা মন্দ হবে না নিশ্চই? শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। এবার থেকে আর সুইজারল্যান্ড যেতে গেলে লাগবেনা ভিসা পাসপোর্ট। যেতে হবে না বিদেশে বরং আমাদের দেশে এমন বেশ কিছু জায়গা রয়েছে যা আক্ষরিক অর্থেই মিনি সুইজারল্যান্ড।

আউলি: উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত সুন্দর পাহাড়ি গ্রাম আউলি নিয়ে। বিদেশি সুইজারল্যান্ডের তুলনায় কোন অংশেই কম নয় এই জায়গা। আউলি ভারতের শীর্ষস্থানীয় স্কিইং গন্তব্যগুলির মধ্যে একটি। এখানে গেলে আপনারা দেখতে পাবেন খাঁড়া ভাবে দাঁড়িয়ে রয়েছে পাহাড়। নির্মল বাতাস আপনার মন ভালো করে দেবে। বিশেষ করে শীতের মরশুমে যদি আপনি আউলি বেড়াতে যান তাহলেই মনে হবে চলে এসেছেন সুইজারল্যান্ড। কারণ সে সময় সাদা বরফে ঢাকা থাকে পাহাড়।

খাজ্জিয়ার: যেতে পারেন হিমাচল প্রদেশের সুন্দর শৈল শহর খাজ্জিয়ারে। এখানে সাধারণত অবকাশ কাটাতে যান পর্যটকেরা। প্রকৃতির অপূর্ব রূপ, মনোরম পরিবেশ আপনার হৃদয় ছুঁয়ে যাবে। সমস্ত ক্লান্তি দূর হবে এই মনোরম পরিবেশে। পায়ে হেঁটে বা গাড়িতে চড়ে ঘুরতে পারবেন গোটা গ্রাম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এখান থেকে স্পষ্ট দেখা যায় কৈলাস পর্বত। মাত্র 10-15 হাজার টাকা খরচ করলেই ঘুরে আসতে পারবেন ভারতের এই মিনি সুইজারল্যান্ড থেকে।

জম্মু ও কাশ্মীর: ভারতের মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত জম্মু ও কাশ্মীর। শীতকালে এই জায়গা মোড়া থাকে সাদা বরফের চাদরে। এমনকি এই সময় হ্রদের জল পরিণত হয় বরফে। এখানে আপনি পেয়ে যাবেন সুইজারল্যান্ড এর মত হ্রদ, সবুজ তৃণভূমি এবং বরফে ঢাকা পাহাড়। যা খুব সহজেই মন ভালো করে দেবে।

মণিপুর: এছাড়াও ঘুরে আসতে পারেন মণিপুর থেকে। এই জায়গাটিও পরিচিত মিনি সুইজারল্যান্ড নামে। কেবলমাত্র দেশ নয় গোটা বিশ্বজুড়ে বিখ্যাত এখানকার সৌন্দর্য। মনিপুর ঘোরার সেরা সময় হলো অক্টোবর থেকে এপ্রিল মাস।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button