Entertainment

Mithun Chakraborty: এখন কেমন আছেন অভিনেতা! নিজের চোখেই দেখে নিন ভিডিওতে

Google News

Mithun Chakraborty: গত শনিবারে শুটিং করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় বাইপাসের ধারের একটি হসপিটালে। সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় শাস্ত্রী ছবির শুটিং করতে করতেই অসুস্থ হন অভিনেতা। শুটিং ফ্লোরে তাঁর শরীর খারাপ করতে থাকে। দেরি না করে অভিনেতাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসকদের কাছে।

আরও পড়ুন: Weather Update: সরস্বতী পূজার দিন দিনভর বৃষ্টি! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি সতর্কতা

কেন এমন অসুস্থতা! কি হয়েছিল মিঠুনের? এই প্রসঙ্গে জানতে এক সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হয় তার ডাক্তার সৌমজিৎ দাসের সঙ্গে। তাঁর কথা অনুযায়ী, “তাঁর ইসকিমিক স্ট্রোক হয়েছে। একটা ব্লকেজ রয়েছে বলে মনে হচ্ছে। যদিও এমআরআই রিপোর্ট না দেখে সেভাবে বলা সম্ভব নয়। তবে Ischemic Cerebrovascular Accident মানে কোনও রক্তক্ষরণ হয়নি। স্ট্রোক দুই রকমের হয়। এক, মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ, আর এক প্রকার পাইপলাইনের ভিতরে ব্লকেজ। এমআররাই রিপোর্ট দেখেই পরিষ্কার হওয়া যায় তা দীর্ঘদিনের ব্লকেজ নাকি হঠাৎই হয়েছে।”

এই প্রসঙ্গে চিকিৎসকের আরো সংযোজন, “মেডিকেল পরিভাষায় TIA- বলেও একটি টার্ম আছে, যার অর্থ Transient ischemic attack– সেটিও হতে পারে, যদি তাই হয়ে থাকে তবে সাধারণত অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে ওষুধের উপরেই ভরসা রাখা হয়। এ ক্ষেত্রে রুগীদের অনেকাংশে কথা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে অথবা মুখের একটা অংশের বিকৃতি দেখা দিতে পারে। তবে সেক্ষেত্রে কোনও অস্ত্রোপচারের দরকার হয় না বেশিরভাগ সময়ই। ফিজিওথেরাপি ও ওষুধের উপরেই চলে চিকিৎসা।” এখন চিন্তার কোনও কারণ নেই যদিও। চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শীঘ্রই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে এমনটাই জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

গতকাল মিঠুন চক্রবর্তীকে দেখতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, ‘মিঠুন চক্রবর্তী সত্যিকারের ফাইটার। উনি বারবার ফিরে এসেছেন। আজ সেই ফাইটার ফর্মেই ফিরেছেন। উনি চাইছেন যে সোমবার থেকেই শ্যুটিং শুরু করবেন কিন্তু চিকিৎসকেরা তাঁকে আরও কয়েকদিন তাঁকে বিশ্রাম নিতে বলেছেন।’

শাস্ত্রী ছবিতে প্রযোজক তথা বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক সোহম চক্রবর্তী ও নিজের জন্য রেখেছেন এক চরিত্র। এই প্রসঙ্গে বিখ্যাত এক সংবাদ মাধ্যমকে আগেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘‘বড় ছবির জন্য আমি কাস্টিংয়ে কোনও খামতি রাখতে চাইনি। ইন্ডাস্ট্রির সেরা কলাকুশলীদের নেওয়ার চেষ্টা করেছি। কারণ, প্রযোজনা সংস্থা হিসেবে সামনে আসতে হলে, আমি জানি এগুলো প্রয়োজন।’’


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?