News

Ram Mandir Live Streaming: স্বচক্ষে দেখুন রামলালার প্রাণ প্রতিষ্ঠা!

Google News

Ram Mandir Live Streaming: আর মাত্র কিছুক্ষণ। উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir Live Streaming)। শেষ হতে চলেছে অপেক্ষার। আজকে ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে কেন্দ্র করে সমগ্র ভারতবাসীর মধ্যে উত্তেজনা তুঙ্গে। গত ১৬ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে অযোধ্যায় বিভিন্ন অনুষ্ঠান। ইতিমধ্যেই ইতিহাসের সাক্ষী থাকার জন্য রাম মন্দির চত্বরে পৌঁছে গিয়েছেন কোটি কোটি ভক্ত।

অনেকেরই মন চাইলে যেতে পারেননি রাম মন্দির চত্বরে। রয়েছে পকেটের টান আবার অনেকে সুরক্ষার কথা মাথায় রেখে এড়িয়ে গিয়েছেন ভিড়ভাট্টা। এমনকি প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদি নিজেই এই অনুষ্ঠানে সকলকে যোগদান করতে বারণ করেছেন। চিন্তার কোনও কারণ নেই, বাড়িতে বসেই দেখতে পারবেন প্রাণ প্রতিষ্ঠার এই অনুষ্ঠান। এমনই ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে ইউটিউব চ্যানেল ও সংবাদমাধ্যমের পক্ষ থেকে।

আরও পড়ুন: Most Expensive Ramayana Reaches Ayodhya: রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় পৌঁছাল সবচেয়ে দামী রামায়ণ!

জানেন, কোথায় কীভাবে দেখবেন আজকের Ram Mandir এর Live Streaming?

আজকের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকবে দূরদর্শন। মোট 40 টি ক্যামেরা ইতিমধ্যেই লাগানো হয়ে গিয়েছে। শুধুমাত্র রাম মন্দির চত্বর নয় রাম মন্দিরের পাশাপাশি অবস্থিত পৌড়ি, সরযূ ঘাট, কুবের টিলা, জটায়ু প্রতিমার মতো এলাকা গুলিতেও ক্যামেরা লাগানো হয়েছে। দূরদর্শনের সব কটি চ্যানেলেই চলবে লাইভ টেলিকাস্ট। এমনকি দূরদর্শনের বিভিন্ন Youtube Channel এবং Facebook Page থেকেও দেখা যাবে সরাসরি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এই ঐতিহাসিক দৃশ্য।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আজকে প্রাণ প্রতিষ্ঠা (Ram Mandir) উপলক্ষে অযোধ্যায় হাজির থাকবেন প্রায় চার হাজারেরও বেশি অতিথি। এই অনুষ্ঠানের মধ্যমণি হলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। 500 বছরের পুরনো এক দুর্ধর্ষ মুহূর্ত সাক্ষী থাকবে গোটা ভারতবর্ষ। ব্যবধান আর মাত্র কয়েক ঘণ্টার।


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button