Tech

সম্পূর্ণ ফ্রিতে Wi-Fi দিচ্ছে Jio, আর কী কী সুবিধা পাচ্ছেন আমজনতা?

জিও সিমের পাশাপাশি দিয়ে থাকে জিও ফাইবারের মতো ব্রডব্যান্ড এর সুবিধা। জিও সিমে ঠিক যেমনভাবে পাওয়া যায় স্বল্প খরচে দ্রুতমানের ইন্টারনেট থেকে ভয়েস কলিং এবং এসএমএস পরিষেবা, ঠিক তেমনই জিও ফাইবার ও একই পথে হাঁটে।

Google News

Jio: রিলায়েন্স জিও, ভারতের বর্তমানে বৃহত্তম টেলি কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে অন্যতম এই ব্র্যান্ড। জিও বাজারে আসার পর থেকেই গ্রাহকদের মন এমন ভাবে জয় করে নিয়েছে আস্তে আস্তে বাকি সব কোম্পানি থেকে মানুষ নিজেদের সিম বা অন্যান্য কানেকশন পোর্ট করে নিয়েছেন জিওতে।

জিও সিমের পাশাপাশি দিয়ে থাকে জিও ফাইবারের মতো ব্রডব্যান্ড এর সুবিধা। জিও সিমে ঠিক যেমনভাবে পাওয়া যায় স্বল্প খরচে দ্রুতমানের ইন্টারনেট থেকে ভয়েস কলিং এবং এসএমএস পরিষেবা, ঠিক তেমনই জিও ফাইবার ও একই পথে হাঁটে। সমগ্র ভারতে কম খরচে একাধিক ওটিটি সহ দ্রুতগতির ইন্টারনেট থেকে শুরু করে দিয়ে থাকে এক ল্যান্ড লাইন নম্বরও।

আরও পড়ুন: Pregnancy Scam: টাকার লোভে ১৭ বার অন্তঃসত্ত্বা হওয়ার দাবি ৫০ বছরের মহিলার! জানুন আসল ঘটনা

সম্প্রতি জিও ফাইবারের থেকে যে নতুন প্ল্যানের ঘোষণা করা হয়েছে তা দেখে যে কোনও গ্রাহক রীতিমতো আনন্দে আত্মহারা হবেন। প্রিয় ফাইবারের এই নতুন প্ল্যানটি পোস্টপেইড। এতে ব্যবহারকারীরা পেয়ে থাকেন অনেকগুলি ওটিটি প্লাটফর্ম এর সুযোগ সুবিধা এবং একটি সেট টপ বক্স। যে সেট টপ বক্সে মোট অতিরিক্ত কোন খরচ ছাড়াই দেওয়া হয়। ৫৫০ টি টিভি চ্যানেল।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

জিও ফাইবারের এই বিশেষ প্ল্যানটির দাম মাত্র ৫৯৯ টাকা। এখানে প্রদান করা হয়ে থাকে ৩০০ এমবিপিএস এর ইন্টারনেট পরিষেবা তার সঙ্গে গ্রাহকেরা পেয়ে যান মোট ১৩টি অ্যাপের একেবারে ফ্রি এক্সেস। এই প্ল্যানে থাকে আনলিমিটেড ডেটা।

জিও ফাইবারের এই বিশেষ প্ল্যানে গ্রাহকেরা আনলিমিটেড ভয়েস কল এসএমএস সহ ৫৫০ এর বেশি টিভি চ্যানেল দেখতে পারবেন। এছাড়াও সনি প্লাস হটস্টার, সনি লিভ, জিও সিনেমা, হইচই, sun next, ডিসকভারি প্লাস, অল্ড বালাজি, ইরস নাও ইত্যাদি আরও অ্যাপের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। তবে এই প্ল্যানে আলাদাভাবে 18 শতাংশ ট্যাক্স দিতে হয় গ্রাহকদের।

সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?